পাঞ্জাবি অভিনেত্রী সোনাম বাজওয়া এক সময় বলিউডের বেশ কয়েকটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ সেই ছবিগুলোতে অন-স্ক্রিন চুম্বন দৃশ্য ছিল। সম্প্রতি ‘বর্ডার ২’ এ দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসে এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে সোনাম জানান, ‘পাঞ্জাবের দর্শক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার বিষয়টি কীভাবে নেবেন সেটি ভেবেই আমি কয়েকটা বলিউড ছবি ফিরিয়ে দিয়েছিলাম। এখানে তো পরিবার নিয়ে সবাই ছবি দেখে। তাই আমি চুম্বন দৃশ্যে অভিনয় করতে খুব ভয় পেতাম।’
তিনি আরো বলেন, ‘যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে তারা বিষয়টি কীভাবে দেখবে? আমার পরিবার কি বুঝবে যে এটা শুধু ছবির দৃশ্য? মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল।’
তবে পরে সেই সিদ্ধান্ত নিয়ে আফসোসও হয়েছে সোনামের। তিনি বলেন, ‘কয়েক বছর আগে মা-বাবার সঙ্গে এ নিয়ে কথা বলি। তারা বিষয়টিকে অনেক সহজভাবে নিয়েছে। আমি খুব অবাক হয়েছিলাম।মা-বাবা বললেন, ‘এটা কোনো বিষয় নয়। ছবির জন্য হলে কোনো সমস্যা নেই।’
পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ সোনাম বাজওয়া। ‘হোনসলা রাখ’, ‘কাপ্পাল’, ‘জিন্দ মাহি’, ‘জিন্দে মেরিয়ে’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ ছবি ‘বর্ডার ২’ মুক্তি পেয়েছে ২৩ জানুয়ারি।
আইকে/টিএ