আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এবং ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
আজ রোববার (২৫ জানুয়ারি) পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে এই নোটিশের জবাব দেন তারা।
এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) হেভিওয়েট এ দুই প্রার্থীকে পৃথকভাবে নোটিশ পাঠান রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়।
রোববার বিকেলে বিএনপি প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির শোকজের জবাব দাখিল করেন।
বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেন বিএনপি প্রার্থীর এজেন্ট। তিনি দাবি করেন, শোকজ নোটিশে উল্লিখিত অভিযোগগুলো 'ভুল বোঝাবুঝি' ও 'অসম্পূর্ণ'।
অন্যদিকে, লিখিত জবাবে 'অনিচ্ছাকৃত' ভুলের জন্য দুঃখ প্রকাশ করে আইনি ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানান শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. সারজিস আলম।
আইকে/টিএ