আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দলটি। আকিব জাবেদ জানিয়েছেন, নির্বাচক হিসেবে তারা তাদের কাজটা করেছেন। পিসিবির নির্বাচক দলের সদস্যের মতে, বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পাশাপাশি সরকার চাইলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বয়কট করতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিসিবির চেয়ারম্যান।
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠক করে তারা। তবে বাংলাদেশের পরিস্থিতির কথা তেমন আমলে নেয়নি আইসিসি।
ক’দিন আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়, আর সেখানেই হেরে যায় বাংলাদেশ। ১৫ ভোটের মধ্যে কেবলমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পাকিস্তান। গুঞ্জন উঠেছিল, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয়, তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। গতকালও এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
এছাড়া রশিদ লতিফ, মোহাম্মদ শেহজাদ, শহীদ আফ্রিদিরাও দাঁড়িয়েছেন বাংলাদেশের পক্ষে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে সেটি তিনি সমর্থন করবেন।
এত কিছুর মাঝেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপ বয়কটের আলোচনার মধ্যে কেন স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছিল আকিব জাবেদের কাছে।
তিনি বলেন, ‘আমরা নির্বাচক, আর আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার খুব কাছাকাছি সময়ে দল ঘোষণা করেছি। সরকার আমাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও তাই বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো।’
এমআই/এসএন