এই সময়ে সালমা ভীষণ ব্যস্ত সময় পার করছেন স্টেজ শোতে। গত শনিবারই তিনি কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছেন। সঙ্গে ছিলেন সাব্বির জামানও। এর আগে তিনি সাভারের আশুলিয়াতে একটি শোতে সংগীত পরিবেশন করেছেন। তারও কয়েকদিন আগে ছিল তার জন্মদিন। যদিও জন্মদিনে মন খারাপ ছিল তার। কিন্তু মেয়ে সাফিয়াকে নিয়ে সময়টা ভালোভাবে কাটানোর চেষ্টা করেন তিনি। সঙ্গে ছিল তার বাবা, মা আর ভাই।
সালমা বলেন, এখন আসলে জীবন নিয়ে বিষদ পরিকল্পনা করি না, ভাবিও না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে ভালো রেখেছেন সেভাবেই ভালো থাকার চেষ্টা করব আমি। আমি আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই। আর বুকে লালন করতে চাই আমার গানকে। যেহেতু এই গান গেয়েই আমি মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি, গানকেই লালন করে যেতে চাই। নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চাই, স্টেজ শোতেও গানে গানে মুগ্ধতা ছড়াতে চাই। গানের বাইরে আর কোনো ভাবনা নেই আমার। চলার পথে সবার সহযোগিতা চাই।
কিছুদিন আগে সালমার জীবনেও আবারও ঝড় আসে। ভেঙে যায় তার সংসার। এখন বাকিটা জীবন একাই পথ চলতে চান তিনি। নিজের মতো করে বাঁচতে চান এই সংগীতশিল্পী। তাই এখন তার ভাবনাজুড়ে শুধুই গান আর গান।
‘পিরিতের ঘর’ শিরোনামের একটি গান আবারও সালমার কণ্ঠে জনপ্রিয় হয়ে উঠেছে। গানটি আজ থেকে চার বছর আগে সালমা মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল।
তারেক আনন্দের লেখা ও সজীব দাসের সুর সংগীতে গাওয়া সালমার এই গানটি নতুন করে যেন আলোচনায় এসেছে। গানটির গীতিকার তারেক আনন্দ একদিন আগে তার ফেসবুক আইডিতে গানটি নতুন করে শেয়ার করে লিখেছেন, গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সব সময় সুন্দর। জীবন ঘনিষ্ঠ এই গানটি সালমারও ভীষণ প্রিয় একটি গান। অনেকেই গানের মাঝে নিজেদের জীবনের ছায়া খুঁজে বেড়ান। সালমার এই গানে তাই অনেক শ্রোতা-দর্শক তাদের নিজেদের জীবনকে খুঁজে পান।
এদিকে কিছুদিন আগে সালমা তার ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, আমার গানের মধ্যে সব থেকে প্রিয় গান ‘ভালোবাসি’।
গানটি লিখেছেন এ মিজান, সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। গানের কথা এমন ‘কার আকাশে জোছনা মাখিস, কার স্বপনে রঙিন থাকিস, কার আশাতেই সচ্ছল রাখিস বুকের ভেতর দম, ভালোবাসি বন্ধু তোরে অন্য রকম।’
গানটি ২০২১ সালে প্রকাশিত হয়েছিল সালমা মিউজিকে। এই গানের জন্য সালমা সব সময়ই অন্য রকম সাড়া পেয়ে থাকেন বলে জানান। ভীষণ বিরহের এই রকম গান আরও গাইতে চান তিনি। সালমা বাংলাদেশের সংগীতাঙ্গনের এমনই একজন শিল্পী যার কণ্ঠ সিগনেচার কণ্ঠ হিসেবেই বিবেচিত হয়।
এসকে/এসএন