১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, আমার বোন অসুস্থ হয়ে পড়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে পারিনি। সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি। এ কারণে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।
তিনি আরও বলেন,আমি নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী শাহজাহান শিবলী।
জামায়াতে ইসলামীর প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার না করায় এর আগে জোটের মধ্যে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয় বলে জানা যায়।তবে ড. ইকবাল হোসেন ভূঁইয়ার এই ঘোষণার মাধ্যমে জোটের মধ্যে সমঝোতার বিষয়টি স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআর/টিএ