পজিশনে একটু পিছিয়ে থাকলেও ম্যাচজুড়ে দারুণ খেলল জুভেন্টাস। নাপোলিকে উড়িয়ে এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল তুরিনের দলটি।আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার সেরি আর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস।
প্রথমার্ধে জোনাথান ডেভিড দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কেনান ইলদিজ ও ফিলিপ কসতিচ।
টানা তিন ড্রয়ের পর গত রাউন্ডে জিতেছিল নাপোলি। এবার ফের হেরে গেল শিরোপাধারীরা। আসরে সব মিলিয়ে তাদের পঞ্চম হার এটি। জুভেন্টাস গত রাউন্ডে হেরেছিল। জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও এক ধাপ এগোল তারা। ২২ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে প্রতিযোগিতাটির রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা, দলটি একটি ম্যাচ কম খেলেছে।
জুভেন্টাসের সমান ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে নাপোলি। ৪৬ পয়েন্ট নিয়ে এসি মিলান (২১ ম্যাচ) দুইয়ে ও ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান (২২ ম্যাচ) শীর্ষে আছে।
ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। বক্সে কয়েক দফায় বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেনি নাপোলির খেলোয়াড়রা। মানুয়েল লোকাতেল্লির ফ্লিকে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠান কানাডার তারকা ফরোয়ার্ড ডেভিড।
৭৭তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। প্রতিপক্ষের ভুলে আলগা বল পেয়ে পাস দেন ফাবিও মিরেত্তি। বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেন ইলদিজ।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকিতে তৃতীয় গোলটি করেন কসতিচ। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সার্বিয়ান মিডফিল্ডার।
এমআর/টিএ