ম্যাচে জালের দেখা না পেলেও দলের প্রথম গোলে অবদান রেখেছেন ভিনিসিউস জুনিয়র। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে।ভিয়ারেয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে ওঠার পর, এই দুই ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করে তাদের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।
ভিয়ারেয়ালের মাঠে শনিবার রাতের ম্যাচটি ২-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ।
যদিও ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে খুব বেশি কার্যকর হতে পারেনি রিয়ালের খেলোয়াড়রা। নির্ধারিত ৯০ মিনিটে তারা লক্ষ্যে শট রাখতে পারে কেবল তিনটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সফরকারীরা। এমবাপের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাট-ব্যাক করেন ভিনিসিউস। আরেক ডিফেন্ডার আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে এমবাপের কোনাকুনি নিচু শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
আর যোগ করা সময়ে সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন ফরাসি তারকা। ২০ ম্যাচে ২১ গোল করে এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার তিনি।
২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রেয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। অবশ্য একটি ম্যাচ কম খেলেছে কাতালান দলটি। রোববার রিয়াল ওবিইদোকে হারাতে পারলে আবার শীর্ষে উঠবে হান্সি ফ্লিকের দল।
এমবাপে ও ভিনিসিউসের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে আরবেলোয়া মুভিস্টারকে বলেন, “তারা বিশ্বের সেরা খেলোয়াড়, দুজন সত্যিই বিপজ্জনক খেলোয়াড়।”
“আমরা যতটা সম্ভব বল তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ভিনি বাইরে থাকায় কিলিয়ান বক্সে জায়গা খুঁজে পাচ্ছে... তাদের এই ফর্ম ও সর্বোপরি তারা যেভাবে খেলছে, তাতে আমরা খুব খুশি। এটা তাদের প্রচেষ্টা এবং তারা গোলের মাধ্যমে পুরস্কৃত হচ্ছে।”
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মোনাকোর বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেন এমবাপে। সান্তিয়াগো বের্নাবেউয়ে ওই ম্যাচে একটি গোল করা ভিনিসিউস অবদান রাখেন আরও তিন গোলে।
আগের কোচ জাবি আলোন্সোর কোচিংয়ে বেশ সংগ্রাম করছিলেন ভিনিসিউস। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে টানা ১৬ ম্যাচে গোলহীন ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ভিয়ারেয়াল ম্যাচের পর সংবাদ সম্মেলনেও তাকে প্রশংসায় ভাসান রিয়ালের নতুন কোচ।
“আমরা যা দেখছি, ঠিক বুধবার রাতের মতো, দুর্দান্ত ভিনিসিউস। তাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে আমাদের এবং যত বেশি সম্ভব তাকে খুঁজে নিতে হবে, যাতে সে (ডিফেন্ডারদের সঙ্গে) ওয়ান-অন-ওয়ানে খেলতে পারে। আমি সবসময় বলে আসছি, তাকে পেয়ে খুবই ভাগ্যবান আমরা।”
আরবেলোয়ার কোচিংয়ে প্রথম ম্যাচে দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর, টানা তিন ম্যাচ জিতেছে রিয়াল।
এমআর/টিএ