থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সাত দেশের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।
এবার একই সঙ্গে হয়েছে পুরুষদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। ৬ খেলায় দুটিতে জিতেছেন বাংলাদেশের রাহবার খানরা।
তবে নারী দল কেবল ভুটানের সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে, বাকি ৫ ম্যাচেই জয় তুলে নিয়েছে। লিগ পর্বের শেষ খেলায় আজ মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে জেতে শিরোপা।
সাফ ফুটসালে অংশ নেওয়া বাংলাদেশের দুটি দলকেই অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, 'বাংলাদেশ ইতিবাচকভাবে তাদের ফুটসাল যাত্রা শুরু করেছে। আমাদের পুরুষ ও নারী দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, আমাদের দেশে প্রতিভা এবং জয়ের মানসিকতা রয়েছে।'
বিশেষভাবে তিনি শুভেচ্ছা জানিয়েছেন নারী দলকে, 'সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য আরও বিস্তার করার জন্য নারী দলকে জানাই বিশেষ অভিনন্দন।'
২০২২ এবং ২০২৪ সালে নারী ফুটবল সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুবারই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। জাতীয় দলের বাইরে থাকা কিংবদন্তী এই ফুটবলারের কাঁধে দেওয়া হয় ফুটসালের দায়িত্ব।
প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৪ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড সাবিনা। তাঁর প্রশংসা করে তাবিথ আউয়াল বলেন, 'বাংলাদেশের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে (ফুটবল ও ফুটসাল) দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনাকে নিয়ে আমরা গর্বিত।'
নারী ফুটবল দলের পাশাপাশি সাবিনারা ফুটসাল কোর্টে নেমেও পাশে পেয়েছেন সমর্থকদের। তাদেরকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি, 'সকল ভক্তদের তাদের সমর্থন এবং অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।'
এমআর/টিএ