ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এখন শুধুই স্থিরতা আর ভালোবাসার ছোঁয়া। পুরনো জীবনের তিক্ত অধ্যায় পেরিয়ে ঠিক এক বছর আগে নতুন পথচলা শুরু করেছিলেন তিনি। চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার সেই বিশেষ দিনের এক বছর পূর্তিতে মধ্যরাতে ঘরোয়া আয়োজনে বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেত্রী।
বিশেষ এই মুহূর্তে স্বামী রুদ্রজিৎ ও পরিবারের ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে সাধারণ পোশাকেই ধরা দেন মল্লিকা। হাসিমুখে কেক কাটা, একে অপরকে ফুল উপহার দেওয়া আর কাছের মানুষদের উপস্থিতিতে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নেওয়াই ছিল উদযাপনের মূল আকর্ষণ। সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ছবিগুলোতে চোখে পড়ে একান্ত ব্যক্তিগত, শান্ত ও উষ্ণ পারিবারিক আবহ।
ছবির ক্যাপশনে মল্লিকা উল্লেখ করেন মধ্যরাতের বিবাহবার্ষিকী উদযাপনের কথা। তবে এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন না তাঁর সতেরো বছরের মেয়ে গরিমা। উল্লেখযোগ্য বিষয় হলো, গরিমার উপস্থিতিতেই মল্লিকার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছিল।
করোনা অতিমারির সময় পেশাগত সূত্রে রুদ্রজিতের সঙ্গে আলাপ হয় মল্লিকার। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে, পরে ভালোবাসায় রূপ নেয়। জীবনের অভিজ্ঞতা থেকে আবার বিয়ের সিদ্ধান্ত নিতে শুরুতে দ্বিধায় থাকলেও, মেয়ের উৎসাহেই নতুন জীবনে পা বাড়ানোর সাহস পান অভিনেত্রী।
অল্প বয়সে প্রেম করে প্রথম বিয়েতে আবদ্ধ হয়েছিলেন মল্লিকা। কিন্তু মেয়ের বয়স যখন মাত্র নয়, তখনই ভেঙে যায় সেই সংসার। এরপর একাই মেয়েকে বড় করেন তিনি। পরবর্তী সময়ে জীবনে প্রেম এলেও সেখানেও ছিল প্রতারণা আর মানসিক আঘাত। সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে রুদ্রজিতের হাত ধরেই আবার ভালোবাসার উপর বিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। এখন সুখী দাম্পত্যেই দিন কাটছে অভিনেত্রীর।
পিআর/টিকে