জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করতে হবে। হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে জনগণের শক্তি কতটা অপ্রতিরোধ্য। এই শক্তির প্রমাণ মিলবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিনে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের বাক্স পাহারা দিতে হবে। জনগণ একদিন কষ্ট করলে বিএনপি আগামী পাঁচ বছরে দেশের জন্য যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ডামি ও নিশিরাতের নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের প্রস্তুতি দেখে একটি দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের দিন করণীয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের ভাই-বোনেরাও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং সারাদিন কেন্দ্র পাহারা দেবেন।

তিনি বলেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ একটি ঘর, দেশের মানুষ একটি পরিবার। যেমন নিজের ঘর সাজাই, তেমনি দেশকেও সাজাতে হবে।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে দখল, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসে মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে। সন্ত্রাস ও দুর্নীতি যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। শিক্ষিত যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

এর আগে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও দাউদকান্দির পথসভা শেষে রাত ১টা ৫৪ মিনিটে তারেক রহমান কাঁচপুর বালুর মাঠে পৌঁছান। সেখানে নেতাকর্মী ও স্থানীয় জনগণ তাকে ফুল, ব্যানার ও জাতীয় পতাকা নেড়ে স্বাগত জানান। রাত দুইটায় মঞ্চে উঠে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমা চেয়ে বলেন, পথে হাজারো মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সময় লেগেছে।

জনসভায় তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের নির্বাচিত করার আহ্বান।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ Jan 26, 2026
img
রাজবাড়িতে বৌভাতের আসর, মধুমিতা-দেবমাল্যের রিসেপশনে কী কী চমক ছিল? Jan 26, 2026
img
বক্স অফিসে ধুম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ Jan 26, 2026
img
দেশ ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল Jan 26, 2026
img

প্রধান উপদেষ্টা

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল Jan 26, 2026
img
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন আমিনুল, ক্রিকবাজ-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে Jan 26, 2026
img
দেবের বিপরীতে বড়পর্দায় কোন ছবিতে দেখা যাবে অঙ্কিতাকে? Jan 26, 2026
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জবির সাবেক উপাচার্য মীজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ Jan 26, 2026
img
দীর্ঘ অপেক্ষা শেষে পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান Jan 26, 2026
img
নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া না হবে, তারা হজ করতে পারবে না: বাংলাদেশকে জানাল সৌদি আরব Jan 26, 2026
img
প্রথমবার 'দিদি নাম্বার ওয়ান'- এর মঞ্চে স্বস্তিকা, বন্ধুকে ডেকে টিকটিকি ধরালেন রচনা! Jan 26, 2026
img
কলম্বোর ছক্কা মাদ্রাজে পড়বে, এসো না- পাকিস্তানকে নিয়ে ভারতের সাবেক অধিনায়ক Jan 26, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন কেন্দ্রীয়ভাবে ৭৯৯৭ ও স্থানীয়ভাবে ৪৭৪৫৭ জন : ইসি Jan 26, 2026
img
শাহবাগ থানার সাবেক ওসিসহ ট্রাইব্যুনালে হাজির ৪ আসামি, রায় আজ Jan 26, 2026
img
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের Jan 26, 2026
img
সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব Jan 26, 2026
img
আজ অভিনেতা ও গায়ক আনন্দ খালেদের জন্মদিন Jan 26, 2026
img
অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠান, ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ Jan 26, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী প্রচারণার সিদ্ধান্ত Jan 26, 2026
img
পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল Jan 26, 2026