বর্তমান সময় অধিকাংশ তারকাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সেখানে তারা ক্যারিয়ার সংক্রান্ত নানা তথ্য ভাগ করে নিয়ে থাকেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। আবার নেটিজেনদেরও প্রিয় তারকা সম্পর্কে জানার ব্যাপক কৌতূহল দেখা যায়। যা বিভিন্ন সময় তারকাদের মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায়।
অভিনয়শিল্পী কিংবা সংগীতশিল্পীরা যে শুধু তাদের কাজ সংক্রান্ত তথ্যই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন, বিষয়টি এমন নয়। অনেক সময় তারকারা সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। কেউ কেউ আবার ব্যক্তিজীবনের নানা বিষয় তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। যা আগ্রহ বাড়ায় তাদের শুভাকাঙ্ক্ষীদের।
এবার সেই ধারাবাহিকতায় ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকা মেয়েটি এখন দেশের তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবিটি। কি, চিনতে পেরেছেন ছবির মানুষটিকে?
চিনতে না পারলেও সমস্যা নেই। প্রথমমত তিনি গায়িকা। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ার তার। পাশাপাশি অভিনয়ও করতে দেখা যায় তাকে। শাকিব খান অভিনীত ‘মেন্টাল’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এরপর ‘শাদি মোবারক’, ‘লাভ স্টেশন’, ‘পারবো না ছাড়তে তোকে’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
২০০৭ সালে সরকারিভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাবে বিজয়ী এবং পরের বছর সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ গানের প্রতিযোগিতায় ২য় রানার আপ হন। এবার চিনতে পারলেন ছবির মেয়েটিকে। হ্যাঁ, তিনি জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে ছবিটি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘হঠাৎ পুরোনো অ্যালবামে পাওয়া বাচ্চা পড়শী। তখন কেজি ওয়ানে পড়তাম। প্রায় ২০/২১ বছর আগের ছবি হবে।’ আর সে ছবিটি পোস্ট করতেই তা বিভিন্ন রিঅ্যাকশন এবং প্রশংসামূলক মন্তব্যে ভরিয়ে দেয় তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
প্রসঙ্গত, পড়শী ব্যক্তিজীবনে ২০২৪ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ব্যাপারে গত বছরের জানুয়ারিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী হামিম নীলয়ের সঙ্গে ২০২৪ সালের ৪ মার্চ বিয়ে হয়েছে তার। বিয়ের প্রায় বছরখানেক পর প্রকাশ্যে আসে বিষয়টি।
এ ব্যাপারে তখন তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারাজীবন চলতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।
কেএন/টিকে