মহান শিল্পীর জীবনদর্শন অনেক সময় শব্দের সীমা ছাড়িয়ে প্রজন্মের মননে স্থায়ী ছাপ ফেলে। তেমনই এক গভীর উপলব্ধির কথা বলেছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। স্বীকৃতি নিয়ে তাঁর ভাবনা ছিল স্পষ্ট ও নির্ভার। তিনি বিশ্বাস করতেন, স্বীকৃতিতে মেতে উঠলে থেমে যেতে পারে সৃজনের গতি। সম্মান মানুষকে অনুপ্রাণিত করতে পারে ঠিকই, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার শক্তি আসে ভবিষ্যতের স্বপ্ন আর দায়বদ্ধতা থেকে।
বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন এক অনন্য নাম। অভিনয়ের পাশাপাশি তাঁর চিন্তা, দর্শন আর ব্যক্তিত্বও সমানভাবে আলোচিত। জীবনের নানা পর্যায়ে পাওয়া পুরস্কার ও সম্মান তাঁকে কখনো আত্মতৃপ্তিতে ডুবিয়ে দেয়নি। বরং প্রতিটি নতুন কাজের আগে তিনি নিজেকেই নতুন করে প্রশ্ন করতেন, কীভাবে আরও ভালো হওয়া যায়। এই মানসিকতাই তাঁকে সময়ের সীমা ছাড়িয়ে এক চিরসবুজ শিল্পীতে পরিণত করেছে।
আজও সামাজিক মাধ্যমে তাঁর সেই বক্তব্য ঘুরে ফিরে আসে। বর্তমান প্রজন্মের শিল্পী ও সৃষ্টিশীল মানুষের কাছে তা যেন এক নীরব দিকনির্দেশনা। স্বীকৃতি নয়, সামনে তাকানোই যে সৃষ্টির মূল শর্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই উপলব্ধি আজও সমান প্রাসঙ্গিক।
পিআর/টিকে