নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জাহাজমারা ইউনিয়নকে উপজেলা করার ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এ সময় হান্নান মাসউদ বলেন, নির্বাচিত হলে বুড়িরচর ইউনিয়নকে পৌরসভা এবং জাহাজমারা ইউনিয়নকে উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি।
পথসভায় বক্তব্যে তিনি বলেন, আমি কথা বলতে এসেছি সেই মানুষগুলোর পক্ষে-যাদের কাছ থেকে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নেওয়া হয়। কৃষক ও জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যায়, অথচ আজ তারাই ভয় ও হুমকির মুখে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ প্রশাসনকে ভয় পায় না, ভয় পায় সন্ত্রাসীরা। এ কারণেই তারা বাড়িতে থাকতে পারে না।
হান্নান মাসউদ নিঝুম দ্বীপে যাতায়াত সহজ করতে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে সড়ক নির্মাণের ঘোষণাও দেন। পাশাপাশি হাতিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট নোমান সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাতে জাহাজমারা বাজারে একটি পথসভায় হামলার শিকার হন আব্দুল হান্নান মাসউদ। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি ছাত্র-জনতাকে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
পিএ/টিকে