শোবিজ দুনিয়া ছেড়ে রাজনীতির পথে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। তারপরেই দুই দুইবার সিবিআইয়ের জেরার মুখে হেনস্তার শিকার তিনি। এবার সে ঘটনায় রণহুঙ্কার দিয়েছেন অভিনেতা।
রোববার (২৫ জানুয়ারি) কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব করে বিজয়কে। সে তলবে সাড়া দিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নায়ক। জেরা শেষ হলেই রাজনৈতিক প্রথম জনসমাবেশে অংশ নেন।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিজয় হুঙ্কার দিয়ে বলেন,
মাথা নোয়াবো না। চাপের মুখে নতিস্বীকার নয়। তামিলনাড়ুর ভোট শুধু একটা নির্বাচন নয়। এটা আসলে গণতান্ত্রিক যুদ্ধ। আর আপনারা সকলে আমার কমান্ডো, আপনারাই যুদ্ধ করবেন।
এদিকে সিবিআই-এর হেনস্তার পাশাপাশি বিজয় তার অভিনীত শেষ সিনেমা ‘জন নায়ক’ নিয়েও পড়েছেন সংকটে। এ সিনেমার কিছু সংলাপ ও দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে হাইকোর্টে।
জানা যায়, ভারতের সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত ‘জন নায়ক’-এর কিছু দৃশ্য ও সংলাপ কর্তন করার প্রয়োজন রয়েছে। যা মেনে নিয়েছেন সিনেমার প্রযোজক ও পরিচালক। তবে এ সিদ্ধান্ত একেবারেই মানতে নারাজ থালাপতি বিজয়।
নায়কের মতে, উল্লিখিত দৃশ্য ও সংলাপ কর্তন হলে এ সিনেমার মূল বার্তা ও আমেজ নষ্ট হবে। নিজের অভিনীত শেষ সিনেমায় তা কোনোভাবেই চান না বিজয়। যে কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির তারিখ আরও পেছাতে পারে বলে মনে করছেন সিনে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি বিজয় থালাপাতি অভিনীত শেষ সিনেমা ‘জন নায়ক’ নিয়ে বিশেষ রায় ঘোষণা দেয়ার কথা রয়েছে মাদ্রাজ হাইকোর্টের।
পিআর/টিকে