দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর মুক্তি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে এখনো সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় ছবিটির মুক্তি স্থগিত করে প্রযোজনা প্রতিষ্ঠান।
এই পরিস্থিতির মধ্যেই স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানালেন বিজয় কোনো চাপের কাছেই তিনি মাথা নত করবেন না।
রবিবার তামিলনাড়ুর মহাবালিপুরমে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের রাজ্য ও জেলা স্তরের নির্বাহী ক্যাডারদের নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় বিজয় বলেন, ‘আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না।
এই মুখটা দেখে কি মনে হয়, চাপের কাছে নত হবে?’
তার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভায় আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে তিনি ‘গণতান্ত্রিক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক রাজনৈতিক কর্মসূচিতে ঘটে যাওয়া ভয়াবহ পদদলনের ঘটনায় সিবিআই ইতিমধ্যেই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। ওই ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু এবং প্রায় ১০০ জন আহত হওয়ার তথ্য সামনে আসে।
এতসব তদন্ত ও চাপের মধ্যেও রবিবারের সভায় বিজয়কে দৃঢ় ও আত্মবিশ্বাসী হিসেবেই দেখা গেছে।
এদিকে ‘জন নায়াগান’–এর সেন্সর জট নিয়ে দায়ের করা মামলায় আগামী ২৭ জানুয়ারি হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এই রায় বিজয়ের চলচ্চিত্রজীবনের পাশাপাশি তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশ এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচন সামনে রেখে ছবিটির মুক্তি হলে তা তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
এমকে/টিএ