সানড্যান্স চলচ্চিত্র উৎসবে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন না কোনো নতুন গান বা চলচ্চিত্র, বরং নজর কেড়েছে এক উষ্ণ পারিবারিক মুহূর্ত। পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির মায়েরা একসঙ্গে সময় কাটাতে দেখা গেছেন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটিতে অনুষ্ঠিত এই উৎসবে।
টেইলর সুইফটের মা আন্দ্রিয়া সুইফট এবং ট্রাভিস কেলসির মা ডোনা কেলসি উৎসব প্রাঙ্গণে পাশাপাশি হাঁটেন ও ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তোলেন। শীতের সকালে শীতবস্ত্র পরিহিত এই দুই মায়ের স্বাভাবিক ও আন্তরিক উপস্থিতি মুহূর্তেই ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। ছবিতে দেখা যায়, ডোনা কেলসির বাহুতে হাত রেখে দাঁড়িয়ে আছেন আন্দ্রিয়া সুইফট, দুজনের মুখেই প্রশান্ত হাসি।
তারা উৎসবে কী দেখেছেন বা কোনো নির্দিষ্ট প্রদর্শনীতে অংশ নিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা না গেলেও এই একটিমাত্র ছবিই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। টেইলর ও ট্রাভিসকে ঘিরে থাকা ভক্তদের কাছে এই দৃশ্য ছিল যেন এক প্রতীকী বার্তা-দুই পরিবারের ঘনিষ্ঠতার ইঙ্গিত।
ভক্তরা সামাজিক মাধ্যমে এই মুহূর্তকে আবেগঘন বলে আখ্যা দেন। কেউ কেউ লিখেছেন, এই ছবিই তাদের জন্য সবচেয়ে বড় আনন্দ, আবার কেউ একে ভালোবাসা আর সম্পর্কের নিখুঁত উদাহরণ হিসেবে দেখছেন। তারকাদের ব্যক্তিগত জীবনের বাইরে এমন মানবিক মুহূর্তই যে ভক্তদের কাছে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, এই ঘটনাই তার প্রমাণ।
টিকে/