ভারতের সাধারণতন্ত্র দিবসের সময় ঘোষণা করা হয়েছে পদ্ম সম্মান। তালিকায় নিজের নাম দেখে আবেগে ভাসছেন বলিউড অভিনেতা আর মাধবন। ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ২০২৬ সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই খবরে কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
পদ্মশ্রী ঘোষণা হওয়ার পর মাধবন বলেন, 'অত্যন্ত কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে আমি এই পদ্মশ্রী গ্রহণ করছি। এই সম্মান আমার কল্পনারও বাইরে। গোটা পরিবারের পক্ষ থেকে আমি সম্মান গ্রহণ করছি কারণ তাদের অবিচল সমর্থন আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।' তার কথায় স্পষ্ট, এই স্বীকৃতিকে তিনি একক কোনো অর্জন হিসেবে দেখছেন না।
অভিনেতা আরও বলেন, 'এই স্বীকৃতি সম্ভব হয়েছে আমার শিক্ষকদের আশীর্বাদ, শুভানুধ্যায়ীদের সদিচ্ছায়, দর্শকদের ভালবাসা ও উৎসাহে এবং সবথেকে বড় কথা, ঈশ্বরের কৃপায়।
প্রত্যেকেই আমার যাত্রাপথ গড়ে দিতে অমূল্য ভূমিকা নিয়েছেন'। এই সম্মান শুধুই একটি পুরস্কার নয়, বরং একটি দায়িত্ব তার কাছে। তাই তিনি এই মর্যাদা, আন্তরিকতা এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, সম্মানের প্রতি দায়বদ্ধ থেকে, ঐতিহ্যকে বহন করবেন। আগামী দিনেও সততা, বিনয় আর নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে শপথ করেন।
২০২৬ সালের পদ্ম সম্মান তালিকা ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় শিল্প, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মাধবন।
এমকে/টিএ