একজন ইসরাইলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালানোয় তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছে ক্যানবেরা।
অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ঘৃণা ছড়াতে আসা পর্যটকদের দেশে গ্রহণ করবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেছেন, ঘৃণা ছড়ানো অস্ট্রেলিয়ায় আসার জন্য কোনো ভালো কারণ নয়।
এদিকে, ইনফ্লুয়েন্সার স্যামি ইয়াহুড বলেন, ইসরাইল থেকে তার বিমান ছাড়ার তিন ঘন্টা আগে তার ভিসা বাতিল করা হয়।
এক বিবৃতিতে বার্ক বলেন, যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান তাদের সঠিক ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক কারণে আসা উচিত।
ভিসা বাতিল হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে, ইয়াহুড এক্সে লিখেছিলেন, ‘ইসলাম অনুসারে ইসলাম অবিশ্বাসী, ধর্মত্যাগী, নারী অধিকার, শিশু অধিকার বা সমকামীদের অধিকার সহ্য করে না।’
তিনি ইসলামকে একটি ‘ঘৃণ্য মতাদর্শ’ এবং ‘আগ্রাসী’ হিসেবেও উল্লেখ করেছেন।
কয়েক সপ্তাহ আগে, সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে গণহত্যা চালানো হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া এই মাসের শুরুতে তার ঘৃণা অপরাধ আইন কঠোর করেছে, যেখানে ১৫ জন নিহত হয়েছেন।
যুক্তরাজ্যের বাসিন্দা এবং সম্প্রতি ইসরাইলের নাগরিক ইয়াহুড একটি সাম্প্রতিক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইলহান ওমর, যিনি একজন সোমালি-আমেরিকান এবং মুসলিম, তাকে নির্বাসনের পক্ষেও কথা বলেছেন।
অন্য একটি লেখায়, তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা, ইউএনআরডব্লিউএ-কে উপহাস করেন, যা অধিকৃত পশ্চিম তীর, গাজা, জর্ডান, সিরিয়া এবং লেবাননে ফিলিস্তিনি এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ সমন্বয় করে।
কেএন/টিকে