বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নতুন চুক্তি অনুযায়ী আরও অন্তত দুই মৌসুম স্টারদের জার্সি গায়ে বিগ ব্যাশ মাতাবেন এই অলরাউন্ডার। চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।
নতুন চুক্তির পর টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাক্সওয়েল ৩৯ বছর বয়সের পরেও প্রতিযোগিতায় খেলবেন। সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ মৌসুমে মেলবোর্ন স্টার্স নকআউট পর্যায়ে বিদায় নিয়েছিল। একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারাই এখনও প্রথমবারের মতো এই শিরোপার সন্ধানে আছে।
ম্যাক্সওয়েলের জন্য এটি ব্যক্তিগতভাবে কঠিন একটি মৌসুম ছিল। আট ইনিংসে তিনি মাত্র ৭৬ রান করেন এবং শিকার করেন দুটি উইকেট। এর মধ্যেই সিডনি থান্ডার থেকে তার কাছে একটি মোটা অঙ্কের প্রস্তাব এসেছিল দল বদলের জন্য।
ম্যাক্সওয়েল বলেন, 'মেলবোর্ন স্টার্স আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় একটা অংশ এবং এই দলটির সাফল্য নিয়ে আমি ভীষণ আবেগী। আমার মনে হয় বর্তমান দলটি বিশেষ কিছুর দিকে এগোচ্ছে এবং আগামী দুই মৌসুমে আমরা শিরোপার জন্য লড়াই করার মতো অবস্থানে থাকব।'
স্টার্সের হাই পারফরম্যান্স ম্যানেজার ক্লিন্ট ম্যাকে বলেন, 'গ্লেন দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের একজন। স্টার্সের প্রতি তার অঙ্গীকার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।'
এছাড়া স্টার্স আরও দুই বছরের জন্য ক্যাম্পবেল কেলাওয়ের সঙ্গেও নতুন চুক্তি করেছে। বাঁহাতি এই ব্যাটার সদ্য শেষ হওয়া মৌসুমে ২১.৫০ গড়ে ১৭২ রান করেছেন।
ম্যাকে বলেন, 'ক্যাম্পবেলকে ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে আমাদের টপ অর্ডারে দারুণ স্থিতি আনে। এই মৌসুমে সে নিজেকে প্রমাণ করেছে এবং আমার কোনো সন্দেহ নেই যে আগামী বহু বছর সে আমাদের জন্য প্রচুর রান করবে।'
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টা (অস্ট্রেলিয়ান স্থানীয় সময়) থেকে চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হলে ২৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রান্সফার উইন্ডো চালু হবে, যেখানে ক্লাবগুলো চুক্তিহীন খেলোয়াড়দের দলে নিতে পারবে।
এমআই/এসএন