অ্যাকশন থ্রিলার ঘরানায় বড় চমক দিতে চলেছেন বলিউড নির্মাতা লাভ রঞ্জন। তাঁর আসন্ন ছবিতে প্রথমবারের মতো অ্যাকশন সিনেমায় একসঙ্গে দেখা যাবে অজয় দেবগন ও সঞ্জয় দত্তকে।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তামান্না ভাটিয়াও।
প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘রেঞ্জার’, যদিও নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এটি এখনো টেন্টেটিভ টাইটেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লাভ রঞ্জন বলেন, ছবির মুক্তি এখনও প্রায় ১১ মাস দূরে থাকায় নাম চূড়ান্ত করার জন্য হাতে যথেষ্ট সময় রয়েছে।
পরিচালক নিশ্চিত করেছেন, সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে এই ছবিটি।
এই ছবির সবচেয়ে বড় ইউএসপি হল দীর্ঘ ২৫ বছরের অভিনয়জীবনে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম অ্যাকশন ঘরানায় জুটি বাঁধছেন অজয় দেবগন ও সঞ্জয় দত্ত।
বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লাভ রঞ্জন বলেন, এত বছর ধরে দু’জন তারকা একসঙ্গে কাজ করলেও কখনো অ্যাকশন ছবিতে তাঁদের দেখা যায়নি, যা সত্যিই আশ্চর্যজনক।
এর আগে অজয়–সঞ্জয় জুটিকে ‘মেহবুবা’, ‘হাম কিসিসে কাম নেহি’, ‘অল দ্য বেস্ট’, ‘রাসকেলস’ ও ‘সন অব সর্দার’-এর মতো ছবিতে দেখা গেলেও, কোনওটিতেই তাঁরা অ্যাকশন দৃশ্যে একসঙ্গে ছিলেন না। যদিও আলাদাভাবে দু’জনেই ‘এলওসি কার্গিল’, ‘ট্যাঙ্গো চার্লি’ ও ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’-র মতো একাধিক অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।
সব মিলিয়ে, অজয়–সঞ্জয়–তামান্নার এই নতুন অ্যাকশন থ্রিলার নিয়ে এখন থেকেই বলিপাড়ায় কৌতূহল তুঙ্গে।
এমকে/এসএন