টালিগঞ্জে মাঝে মধ্যেই উঠছে প্রশ্ন রাজনীতিতে কি নাম লেখাতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি? স্বামী রাজ চক্রবর্তী বর্তমানে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ হলেও শুভশ্রীকে কখনোই সরাসরি রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। বরাবরই অভিনয়, সংসার আর পরিবারকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন তিনি।
তবে সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী অভিনীত ‘লক্ষ্মী এল ঘরে’ মুক্তির পর নতুন করে শুরু হয়েছে জল্পনা। অনেকেই ছবিটিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ধাঁচের কাজ বলে মনে করছেন।
আর সেখান থেকেই প্রশ্ন উঠছে রাজের পথ ধরেই কি শুভশ্রীও রাজনীতিতে আসছেন?
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী। তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভশ্রীকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দেন, তবে তাঁর প্রতিক্রিয়া কী হবে?
উত্তরে রাজ বলেন, “এই বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে শুভশ্রী নিজেই।”
এরপর স্পষ্টভাবেই তিনি জানান, শুভশ্রী রাজনীতিতে আসতে চাইলে অনেক আগেই সেই সিদ্ধান্ত নিতে পারতেন।
রাজের কথায়, “এই মুহূর্তে আমাদের পরিবারে আমি রাজনীতিতে রয়েছি, আর আমাদের পেশা মূলত বিনোদন জগতের সঙ্গে যুক্ত।
একসঙ্গে দু’জন রাজনীতিতে এলে সমস্যাই হবে।”
রাজ আরো বলেন, দিদিকে শুভশ্রী ব্যক্তিগতভাবে সম্মান করেন ঠিকই, কিন্তু তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। আগামী এক বছরের জন্য শুভশ্রীর অভিনয়জগতের কাজ আগেই ঠিক করা রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুরোধেই তিনি ‘লক্ষ্মী এল ঘরে’ করেছেন, তবে সেটাকে রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত বলে মানতে নারাজ রাজ।
পরিচালকের কথায়, “রাজনীতি জীবনটাকে এলোমেলো করে দেয়। আজকের রাজনীতি আগের মতো নয়।”
সব মিলিয়ে রাজ চক্রবর্তীর বক্তব্যে স্পষ্ট এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাই নেই শুভশ্রী গাঙ্গুলির।
এমকে/এসএন