দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের জোরদার উপস্থিতি প্রমাণ করে চলেছেন। প্রতিটি নতুন চরিত্রের মাধ্যমে তিনি একজন অভিনেত্রী হিসেবে নিজের পারদর্শিতা আরও উঁচুতে তুলে ধরছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ছবিতে তিনি 'পুশ্পা ২'-এর তেজস্বী চরিত্র শ্রী ভল্লি হিসেবে দর্শকদের মন জয় করেন। এরপর ‘অ্যানিমেল’ সিনেমায় গীতাঞ্জলির আবেগময় চরিত্রে তিনি আবারও অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার আসন্ন ‘ছাভা’ সিনেমায় রশ্মিকা রাজকীয় ভঙ্গিতে মহারানি যাসুবাইয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার অভিনয় যাত্রা প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে।
এবার সকলের দৃষ্টি তার পরবর্তী বড় চরিত্র ‘জয়মা’র দিকে, যা আসছে ‘রানাবলি’ সিনেমায়। অতীতের সফল চরিত্রগুলো যদি নির্দেশক হয়, তাহলে এই চরিত্রটিও দর্শকদের জন্য একটি স্মরণীয় এবং আইকনিক অবতার হিসেবে মেলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রাশ্মিকার অভিনয় ধারার এই অগ্রগতি চলচ্চিত্রপ্রেমীদের জন্য আরও বড় আকর্ষণ হিসেবে রয়ে যাচ্ছে।
এসকে/এসএন