নব্বইয়ের দশকে রোম্যান্টিক জুটি হিসেবে দর্শকের হৃদয় জয় করেছিলেন অক্ষয় কুমার ও করিশ্মা কাপুর। একের পর এক ব্যবসাসফল সিনেমায় তাঁদের জুটি ছিল সেই সময়ের বড় আকর্ষণ। সেই সুবাদে কাপুর পরিবারের সঙ্গেও অক্ষয়ের বন্ধুত্ব বহুদিনের। তবে সেই বন্ধুত্বের রসিকতা এবার প্রকাশ্য মঞ্চে গিয়ে মাত্রা ছাড়াল বলেই মনে করছেন অনেকে।
সম্প্রতি অক্ষয় কুমার সঞ্চালিত একটি টেলিভিশন গেম শোতে বিশেষ অতিথি হয়ে হাজির হন করিশ্মা কাপুর। খেলার ফাঁকে পুরোনো স্মৃতি, ইন্ডাস্ট্রির গল্প আর হালকা ঠাট্টায় জমে ওঠে আড্ডা। সেই সময়েই আচমকা করিশ্মাকে ঘিরে এক মন্তব্য করে বসেন অক্ষয়, যা মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অক্ষয় বলেন, কারিশমা নাকি পুরো বান্দ্রার মালকিন এবং তিনি নাকি প্রতিদিন আলাদা আলাদা ফ্ল্যাটে রাত কাটান। মঞ্চে বসেই এমন মন্তব্যে প্রথমে হাসির রোল উঠলেও বিষয়টি যে নিছক মজার মধ্যেই আটকে থাকেনি, তা দ্রুতই স্পষ্ট হয়।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অক্ষয় জানান, বান্দ্রার প্রায় প্রতিটি আবাসনেই কাপুর পরিবারের একটি করে ফ্ল্যাট রয়েছে। বহু জায়গায় নামফলকে শুধু কাপুর লেখা দেখা যায়। এমনকি কারিশমা ও কারিনার মা ববিতা কাপুরের ফ্ল্যাটেও শুধু আদ্যক্ষর লেখা রয়েছে। একসময় তিনি নাকি তাঁদের প্রশ্ন করেছিলেন, এত ফ্ল্যাট কেন কেনা হচ্ছে। উত্তরে কাপুর পরিবার জানিয়েছিল, ভবিষ্যতে বান্দ্রা ছাড়িয়ে সান্তাক্রুজ কিংবা খর এলাকাতেও সম্পত্তি বাড়ানোর ইচ্ছে রয়েছে। অক্ষয়ের ভাষায়, এত সৎ মানুষ তিনি জীবনে দেখেননি, কারণ প্রতিটি আবাসনে তারা মাত্র একটি ফ্ল্যাটই রাখেন।
এই রসিকতার শেষটা অবশ্য একপাক্ষিক থাকেনি। অক্ষয়ের মন্তব্যের পালটা দিতে এক মুহূর্তও দেরি করেননি কারিশমা। হাসতে হাসতেই তিনি খিলাড়ির সম্পত্তির প্রসঙ্গ টেনে বলেন, জুহুর পুরো এলাকাই নাকি অক্ষয়ের মালিকানাধীন।
এই প্রসঙ্গেই সামনে আসে কারিনা কাপুর খানের নাম। অক্ষয় এর আগেও নাকি কারিনাকে বলেছিলেন, দুই বোন এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বান্দ্রার প্রতিটি বিল্ডিংয়েই তাঁদের ফ্ল্যাট আছে। এমন মন্তব্যে প্রকাশ্যেই আপত্তি জানান করিনা। বোনের হয়ে পালটা জবাব দিয়ে তিনি স্পষ্ট করে দেন, মুখে যা আসে তাই বলা যায় না।
সব মিলিয়ে গোটা ঘটনাটি ছিল রসিকতার ছলে একে অপরকে খোঁচা দেওয়ার গল্প। তবে সেই খুনসুটির মুহূর্তই এখন বিনোদন দুনিয়ায় নতুন আলোচনার রসদ হয়ে উঠেছে।
এসএন