প্রেমের মাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, কিন্তু টলিউডে এখনই প্রেমের আবহ। গত ২৩ জানুয়ারি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন মধুমিতা সরকার। বহুদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবন শুরু করতেই সমাজমাধ্যম জুড়ে শুভেচ্ছার বন্যা। বিয়ের দিন সাবেকি সাজে যেমন নজর কেড়েছিলেন অভিনেত্রী, তেমনই বউভাতের দিনে খানিকটা আধুনিক লুকে ধরা দিয়েছিল নবদম্পতি। এবার প্রকাশ্যে এল বউভাতের দুপুরের স্নিগ্ধ সাজ।
ঘরোয়া অথচ আভিজাত্যপূর্ণ পরিবেশে তোলা ছবিতে দেখা যাচ্ছে, নববধূ মধুমিতার পরনে গাঢ় মেজেন্টা-লাল রঙের রাজকীয় সিল্ক শাড়ি, তাতে সূক্ষ্ম সোনালি জরির কাজ। সাবেকি সোনার গয়না, কপালে সিঁদুরের ছোঁয়া আর খোলা চুলে তাঁকে লাগছিল অনন্যা। অন্যদিকে দেবমাল্য বেছে নিয়েছিলেন কারুকার্য করা কালো মখমলি পাঞ্জাবি ও সাদা ধুতি। দু’জনের এই কনট্রাস্ট লুক সাবেকি ও আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন তৈরি করেছে।
জাঁকজমকের বদলে ঘরোয়া আভিজাত্যেই বউভাতের দুপুর কাটিয়েছেন এই দম্পতি। ইটের দেওয়াল আর শৌখিন অন্দরসজ্জার পটভূমিতে প্রতিটি ছবি যেন সযত্নে সাজানো এক একটি ফ্রেম। বিশেষ করে মধুমিতার মুখের উজ্জ্বল হাসি স্পষ্ট করে দিচ্ছিল নতুন জীবনের আনন্দ। ছবিতে নববধূর দিক থেকে চোখ সরাতে পারছেন না দেবমাল্য—সেই মুহূর্তও নজর কেড়েছে নেটিজেনদের।
বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন মধুমিতা ও দেবমাল্য। টলিপাড়ার সহকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাঁদের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। এক অনুরাগীর কথায়, ‘আমাদের পাখি কত সুন্দর সব নিয়ম মেনে বিয়ে করেছে।’
কাজের দিক থেকে আপাতত ব্যস্ত মধুমিতা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে। মেগার শুটিংয়ের চাপ থাকায় এখনই হানিমুনে যাওয়া হচ্ছে না। তবে মাসখানেক পর সময় বের করে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নবদম্পতির—এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
টিজে/এসএন