ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ভেনেজুয়েলার অর্থ ছাড় করতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

কারাকাস থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার জনগণের মালিকানাধীন সম্পদ ধাপে ধাপে মুক্ত করা হচ্ছে। তিনি জানান, এই অর্থ হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা হবে, যা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হবে। তবে ঠিক কত অর্থ ছাড় করা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে ভেনেজুয়েলা। ২০১৮ সালে বিতর্কিত পুনর্নির্বাচনের পর সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার মধ্যে তেল নিষেধাজ্ঞাও ছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আন্তর্জাতিক বিভিন্ন হিসাবে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার বলে ২০২২ সালে দাবি করেছিলেন মাদুরো।

মাদুরোকে গত ৩ জানুয়ারি এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত করার পর রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওয়াশিংটনের একাধিক সমঝোতা হয়েছে। রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে পারস্পরিক সম্মান ও সৌজন্যের ভিত্তিতে যোগাযোগের একটি কার্যকর কাঠামো গড়ে উঠেছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটনের শর্ত পূরণে ব্যর্থ হলে রদ্রিগেজ সরকারের পরিণতিও মাদুরোর মতো হতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া। ট্রাম্প ইতোমধ্যে রদ্রিগেজের নেতৃত্বকে ‘খুবই শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন এবং দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল থেকে একটি অংশ পাচ্ছে। যদিও রদ্রিগেজ জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নেই।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিকে সতর্ক করে জানান, ট্রাম্পের চাহিদা পূরণ না হলে রদ্রিগেজের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে উঠতে পারে। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল মজুতের অধিকারী ভেনেজুয়েলা একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল। ২০০৭ সাল পর্যন্ত একাধিক মার্কিন তেল কোম্পানি সেখানে কার্যক্রম পরিচালনা করত।

সম্প্রতি সম্পর্ক উন্নয়নের আরেকটি ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, সাবেক কূটনীতিক লরা এফ ডোগু ভেনেজুয়েলায় নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এটি ২০১৯ সালে ছিন্ন হওয়া দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্টের মেয়াদের অর্ধেকের আগে পদ শূন্য হলে নতুন নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। তবে মাদুরোর ছেলে ও সংসদ সদস্য নিকোলাস মাদুরো গেররা বলেছেন, তার বাবাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সে ক্ষেত্রে নতুন নির্বাচনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। তার ভাষায়, ‘নির্বাচন এখন আলোচনার বিষয় নয়।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সবার উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে: জামায়াত আমির Jan 28, 2026
img
আকাশসীমা বন্ধ করে সামরিক মহড়ার ঘোষণা দিলো ইরান Jan 28, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ Jan 28, 2026
img
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় নরসিংদী যাচ্ছেন এনসিপির শীর্ষ ২ নেতা Jan 28, 2026
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ২০ লাখ সেনা হতাহত Jan 28, 2026
img
জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ Jan 28, 2026
img
র‍্যাম্পে হাঁটলেন জায়েদ খানের সঙ্গে তানিয়া! Jan 28, 2026
img
সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৫ Jan 28, 2026
img
সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়: প্রধান উপদেষ্টা Jan 28, 2026
img
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র Jan 28, 2026
img
বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না: মির্জা আব্বাস Jan 28, 2026
img
মার্কিন দূতাবাস থেকে স্বতন্ত্র একটি দল ভোট পর্যবেক্ষণে যাবেন : ইসি Jan 28, 2026
img
আমাদের নির্বাচিত করলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে : আসিফ Jan 28, 2026
img
সুরের পরে গল্প বলার পালা, পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন অরিজিৎ Jan 28, 2026
img
আমরা জনগণের পাশে ছিলাম ভবিষ্যতে ও থাকব : ফখরুদ্দিন মানিক Jan 28, 2026
img
পশ্চিমা জোটে টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাচ্ছেন স্টারমার Jan 28, 2026
img
অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম Jan 28, 2026
img
অবসর ভেঙে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মঈন আলী Jan 28, 2026
img
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের Jan 28, 2026
img
এক মাসে মিলিয়ন ফলোয়ার, কে এই ভাইরাল মডেল নিয়া নোয়ার? Jan 28, 2026