সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।
এদিকে এক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তর দেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘১৮ কোটি মানুষের মধ্যে হয়তোবা ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে পছন্দ করে। বাকি মানুষ হয়তো আমাকে চেনেন না। আর কিছু সংখ্যক মানুষ হয়তো আমকে অপছন্দ করেন। পছন্দ ও অপছন্দ মিলেয়েই বলল তারা আমাকে দেখেন বা অনুসরন করেন।’
মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন এবং পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।
কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান, অপু বিশ্বাস জুটির সূচনা হয় কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে।
এই জুটি উপহার দিয়েছে প্রায় ৮০টি সফল চলচ্চিত্র। ২০২৪ সালে ছায়াবৃক্ষ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা আবারও নতুন কাজ নিয়ে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে প্রস্তুত।
এমআই/এসএন