ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সফল না হলে বৃত্তচক্রে পড়ে বাংলাদেশ আর গণতন্ত্রে রূপান্তর হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘এবারের জাতীয় নির্বাচন ও গণভোটকে যদি অস্বীকারও করেন, এরপরও এই নির্বাচন অন্যান্য ১২টি জাতীয় সংসদ নির্বাচনের মতো নয়। কারণ এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চব্বিমের মতো একটি ঘটনার পর।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশ গণতান্ত্রীক রূপে পৌঁছাতে পারবে কি না। বিগত নির্বাচনগুলোতে গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠা হয়নি। এই নির্বাচন সফল না হলে বাংলাদেশ যে বৃত্তচক্রে পড়বে, তা গণতন্ত্রে রূপান্তর হতে দিবে না।’
রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে থাকা দরকার উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘কিছু সংস্কার এজেন্ডা তৈরির লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়। সংবিধান বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন তৈরি করতে সাহায্য করেছে। বিদ্যমান সংবিধান অক্ষুণ্ন রেখে এগোতে গেলে বাংলাদেশ আবার কোথাও না কোথাও ভুল করবে।’
বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করার তাগিদ ছিল এলই দীর্ঘ ৯ মাস রাজনৈতিক দলগুলো এক সঙ্গে বসেছেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
টিজে/এসএন