বলিউড ও টেলিভিশন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন করণ ওয়াহি ও জেনিফার উইনগেট। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সহশিল্পী এই দুই তারকাকে ঘিরে সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, খুব শিগগিরই নাকি চার হাত এক হতে চলেছে তাদের। তবে এই জল্পনার বাস্তবতা নিয়ে শুরু হয় নতুন করে প্রশ্ন।
গুঞ্জনের সত্যতা জানতে যোগাযোগ করা হলে করণ ওয়াহি স্পষ্ট ভাষায় সব আলোচনা উড়িয়ে দেন। তিনি সরাসরি জানান, এসব খবর সম্পূর্ণ ভুয়া। করণের এই সংক্ষিপ্ত মন্তব্যেই আপাতত বিয়ের জল্পনার অবসান ঘটে। তবে তাতেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি তাদের অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই অনেক দর্শক চান, পর্দার জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও একসঙ্গে হোক। পর্দায় তাদের রসায়ন এতটাই জনপ্রিয় যে, বন্ধুত্ব প্রেমে রূপ নিয়েছে বলে বিশ্বাস করছিলেন অনেকে। করণের বক্তব্যে সেই স্বপ্নে আপাতত ভাঙন ধরেছে।
করণ ওয়াহি ও জেনিফার উইনগেটের বন্ধুত্বের শুরু বহু বছর আগে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দিল মিল গয়ে’-তে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। সেখানে জেনিফার অভিনয় করেছিলেন চিকিৎসক রিদ্ধিমা গুপ্তের চরিত্রে, আর করণ ছিলেন চিকিৎসক সিদ্ধান্ত মোদির ভূমিকায়। সেই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে তারা হয়ে ওঠেন অত্যন্ত জনপ্রিয় এক জুটি।
প্রায় চৌদ্দ বছর পর, দুই হাজার চব্বিশ সালে আবারও পর্দায় একসঙ্গে দেখা যায় করণ ও জেনিফারকে। ওয়েব সিরিজ ‘রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি’-তে তাদের জুটি নতুন করে দর্শকদের মুগ্ধ করে। এই সিরিজ মুক্তির পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় ডেটিং ও বিয়ের নতুন গুঞ্জন।
জেনিফার উইনগেটের ব্যক্তিগত জীবন একসময় বারবার উঠে এসেছিল সংবাদের শিরোনামে। তিনি দুই হাজার বারো সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুই হাজার চৌদ্দ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে। পরবর্তীতে করণ সিং গ্রোভার দুই হাজার ষোলো সালে অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। অন্যদিকে জেনিফার এখনও একাই রয়েছেন। করণ ওয়াহিও দীর্ঘদিন ধরেই সিঙ্গল জীবন কাটাচ্ছেন।
সব মিলিয়ে করণ ওয়াহির সরাসরি অস্বীকারে বিয়ের গুঞ্জন আপাতত থেমে গেলেও, তাদের বন্ধুত্ব ও পর্দার রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ যে এখনো অটুট, তা বলাই যায়।
এমকে/টিএ