বরিশালের মুলাদীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ তিন নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মমতাজপুর এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মো: জোবায়ের তালুকদার (২৫), মো: ইয়াকুব (২৫), মো: রহমাতুল্লাহ (২৫), মো: তোফাজ্জল হাওলাদার (২৫), মো: নয়ন হাওলাদার (২৫), মোসাঃ লাবন (২৮), মোসাঃ মোরশেদা (৪৫) ও মোছা. মিতু (২০)।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার হিজলা ও মুলাদী আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথভাবে মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ককটেল তৈরির কাজে ব্যবহৃত কাঁচামাল, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৪১ বীর এর অধিনায়ক মেজর জাহিদ জানান, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, বুধবার সন্ধ্যায় আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
এসএস/টিএ