অভিনেতা টোটা রায়চৌধুরীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছেন তাঁর স্ত্রী শর্মিলি। এক কথায় জীবনের প্রিয় জিনিসটিই তিনি ত্যাগ করেছিলেন, আর সেই ত্যাগের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে টোটা রায়চৌধুরীর সাফল্যের গল্প। ২৫ বছরের দাম্পত্যে তাঁরা একে অপরের পাশে থেকে সম্পর্কের মানে ও বোঝাপড়া প্রকাশ করেছেন, যা বহু মানুষের কাছে হয়ে উঠেছে আদর্শ।
তোটা রায়চৌধুরীর জীবনে শর্মিলির ভূমিকা কেবল জীবনসঙ্গী হিসেবে সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন সহমর্মী, পরামর্শদাতা এবং যেকোনো কঠিন মুহূর্তে পাশে থাকা শক্তি। টোটা নিজেও প্রমাণ করেছেন, কতটা তাঁর সাফল্যের পেছনে শর্মিলির অবদান। ব্যক্তিগত জীবনের ত্যাগকে তাঁরা পেশাগত জীবনের শক্তিতে পরিণত করেছেন।
এই দীর্ঘ সময়ের সহবাসে শর্মিলি যে কৌশলে সম্পর্ককে সমর্থন দিয়েছেন, তা স্পষ্টভাবে প্রতিফলিত হয় টোটা রায়চৌধুরীর প্রতিটি উদ্যোগে। সামাজিক ও পারিবারিক জীবনকে সমন্বয় করে তাঁরা গড়ে তুলেছেন এক সুদৃঢ় দাম্পত্য। অনুরাগীদের জন্য এই সম্পর্ক হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া এবং ত্যাগের মানেই খুঁজে পাওয়া যায় সত্যিকারের সঙ্গীতময় জীবন।
শর্মিলির ত্যাগ ও ভালোবাসার ভিত্তিতেই টোটা রায়চৌধুরী নিজেকে সবসময় শক্তিশালী মনে করেছেন। তাঁদের জীবন থেকে বোঝা যায়, সফলতা কেবল ব্যক্তিগত অর্জন নয়, পাশাপাশি পরিবারের এবং সঙ্গীর অবদানের ফলও হতে পারে। ২৫ বছরের এই দাম্পত্যই প্রমাণ করে, কখনও কখনও ব্যক্তিগত ত্যাগই হয়ে ওঠে সাফল্যের সবচেয়ে বড় শক্তি।
এমকে/টিএ