বিগত কয়েক মাস ধরেই টলিপাড়ার আলোচিত জুটি অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। কখনও শোনা যাচ্ছে তাদের চুক্তিভিত্তিক বিবাহের খবর, আবার কখনও ডিভোর্সের জল্পনা। এই জল্পনার উত্তাপ আরও বাড়ে, যখন দু’জনই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন। তবে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ।
এই প্রেক্ষাপটে বুধবার সোশ্যাল মিডিয়ায় জীবনের বিশেষ এক ‘সঙ্গী’-কে সামনে এনেছেন তৃণা। নিজের পোষা সারমেয় চিনির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন,
“জন্মদিনের অনেক শুভেচ্ছা তাঁকে, যে আমার জীবনের প্রতিটা দিনকে আরও ভালো করে তোলে।”
তৃণা ও নীল ২০১৩ সালে একসঙ্গে চিনিকে তাদের জীবনে এনেছিলেন। অভিনেত্রী প্রায়ই চিনিকে তাঁর ‘চারপায়ে সন্তান’ হিসেবে উল্লেখ করেন এবং সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেন। এই পোস্টের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে- স্বামী নন, তৃণার সবচেয়ে বড় ভালো থাকার ভরসা কি এখন তার পোষা প্রাণী?
তৃণা-নীলের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। ২০২৫ সালের শুরুতেই এই নিয়ে আলোচনা চলেছিল। মাঝের সময়ে নীল দীর্ঘ সময় মুম্বইতে ছিলেন। তবু একাধিকবার দু’জনকে একসঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে। এমনকি নীলের জন্মদিনও তৃণা উদযাপন করেছিলেন ধুমধামে।
ফ্যানদের কাছে ‘তৃনীল’ নামে পরিচিত এই জুটি ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সামনেই তাদের পঞ্চম বিবাহবার্ষিকী। তাই সব জল্পনা সত্যি কি না, তা নিয়েই রয়েছে প্রশ্ন।
কাজের দিকে তাকালে, তৃণাকে বর্তমানে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-এ। অন্যদিকে নীলের ধারাবাহিক ‘ভোলে বাব পার করেগা’ এখনও তেমন সাফল্য পায়নি।
এসকে/এসএন