ছোটপর্দা বা বড়পর্দার অনেক অভিনেতার জীবনে বাবা বা পরিবারের সহায়তা হয়ে উঠে প্রথম বড়ো প্রেরণা। ঠিক এমনই এক গল্প এবার আলোচনায় এসেছে চলচ্চিত্র জগতে। বাবার হাত ধরেই নিজের সিনেমার যাত্রা শুরু করলেন তরুণ অভিনেতা ইয়াত্রা।
নতুন এই প্রজেক্টে তিনি দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানা গেছে, সিনেমাটির পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক ধানুষ, যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ইয়াত্রার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি জানান, বাবার সঙ্গে প্রথমবার ক্যামেরার সামনে থাকা থেকে শুরু করে পরিচালকের সঙ্গে কাজ করা—সবটাই যেন একটি স্বপ্ন বাস্তবায়নের মতো।
এ বিষয়ে ধানুষও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ছেলেটির মধ্যে কাজের প্রতি নিষ্ঠা এবং নতুনত্বের খোঁজ দেখতে পাওয়া গেছে। বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।” এছাড়া প্রজেক্টটি কেবল পেশাগত শিক্ষাই নয়, ব্যক্তিগত সম্পর্ককেও আরও ঘনিষ্ঠ করার সুযোগ তৈরি করেছে বলে জানান পরিচালক।
ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ইয়াত্রা এই ডেবিউতে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সিনেমার গল্প, চরিত্র ও অভিনয়ে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন যেন দর্শকরা তার অভিনয়কে হৃদয়ঙ্গম করতে পারেন। বাবার সঙ্গে সিনেমার যাত্রা শুরু হওয়া এই অভিজ্ঞতা তাকে আরও অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন ইয়াত্রা।
এমকে/এসএন