ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।
সম্প্রতি এ বিষয়ে অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
গত বছরের ১২ নভেম্বর খেলাপি ঋণ আদায় নিয়ে সভায় পরিকল্পনা চাওয়া হয়। তারই প্রেক্ষিতে সুপারিশ দেন ব্যাংকাররা। সুপারিশে খেলাপি ঋণগ্রহীতাদের ব্যাংক অথবা আদালতের নির্দেশনা না থাকলেও বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের ক্ষমতা চাওয়া হয়।
খেলাপিদের সম্পদ নিলামে ক্রয়কে উৎসাহিত করতে ক্রেতাদের আয়কর রেয়াত সুবিধা ও জেলাপ্রশাসকের অনুমোদনের প্রয়োজনীয়তা বিলোপ চায় এবিবি। একসঙ্গে খেলাপি ঋণগ্রহীতাদের যে কোনো ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণের অনুপযোগী হওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা চাওয়া হয়।
খেলাপি ঋণ কমাতে প্রস্তাব
১) আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে খেলাপি ঋণের আংশিক অবলোপনের সুবিধা প্রদান।
২) লিয়েন করা শেয়ার নগদায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করা।
৩) মৃত্যু, মরণব্যাধি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যক্তিগত ঋণ, গৃহঋণ, ক্রেডিট কার্ড এবং একক মালিকানাধীন কুটির, ক্ষুদ্র ও ছোট প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফের ক্ষেত্রে হেড অব আইসিসির মতামত গ্রহণের শর্ত শিথিল করা।
এমআই/এসএন