কিংবদন্তি অ্যালিসা হিলির অবসর ঘোষণার প্রেক্ষিতে তিন ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ঘরের মাঠের তিন ফরম্যাটের সিরিজের জন্য সোফি মোলিনিউক্সকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে অধিনায়কের ভূমিকায় অভিষেক হবে ২৮ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডারের।
সব ফরম্যাটে এতোদিন হিলির ডেপুটির ভূমিকা পালন করা তালিয়া ম্যাকগ্রাকে টপকে মোলিনিউক্সকে এই দায়িত্ব দেয়া হয়েছে। ম্যাকগ্রা অবশ্য সহ-অধিনায়কের ভূমিকা বজায় রাখবেন। আরেক সম্ভাব্য অধিনায়ক অ্যাশলি গার্ডনারকে দ্বিতীয় সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
অধিনায়কত্ব পেয়ে মোলিনিউক্স বলেন, 'অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য ভীষণ সম্মানের এবং এমন কিছু যা নিয়ে আমি ভীষণ গর্বিত। বিশেষ করে অ্যালিসার পর এই দায়িত্ব পাওয়া-যিনি এই দল ও খেলাটিতে অসাধারণ প্রভাব রেখেছেন।'
এই অলরাউন্ডার আরও বলেন,'আমাদের দলে অনেকেই প্রকৃতিগতভাবেই নেতা এবং একই সঙ্গে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে। আমাদের যে পরিচয়টি এই দলকে বিশেষ করে তোলে, সেটার প্রতি সততা বজায় রেখে নিজেদের আরও উন্নত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।'
'আমার ওপর যে আস্থা রাখা হয়েছে তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ এবং তালিয়া, অ্যাশ ও দলের বাকি সদস্যদের সঙ্গে একসঙ্গে বেড়ে ওঠা ও আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি তা দেখার জন্য আমি রোমাঞ্চিত,'-তিনি যোগ করেন।
ভিক্টোরিয়ার ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার মোলিনিউক্সকে অধিনায়ক করা কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, কারণ হাঁটুর চোটের কারণে তিনি ২০২৪ সালের পর থেকে টি–টোয়েন্টি বা টেস্ট ক্রিকেট খেলেননি। চোট থেকে ফেরার পরও তাকে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সতর্কভাবে ব্যবস্থাপনার মধ্যে রাখা হয়েছিল। এমনকি মেলবোর্ন রেনেগেডসের হয়ে তিনি পুরো একটি ওমেন'স বিগ ব্যাশ মৌসুমও খেলেননি।
তবে রেনেগেডসের অধিনায়ক হিসেবে ২০২৪-২৫ মৌসুমে দলকে দীর্ঘদিন পর শিরোপা এনে দেওয়ার সাফল্য তার জাতীয় দলের অধিনায়ক হওয়ার পেছনে বড় কারণ। হিলি অবসর নেওয়ার আগে ফেব্রুয়ারির মাঝামাঝি ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মোলিনিউক্স। এরপর হিলি তার বিদায়ী ওয়ানডে সিরিজ এবং মার্চের শুরুতে ওয়াকা গ্রাউন্ডে শেষ টেস্টে আবার অধিনায়কের দায়িত্বে ফিরবেন।
এরপর ক্যারিবিয়ান সফরে যেখানে একটি টেস্টও রয়েছে, তিন ফরম্যাটেই প্রথমবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মোলিনিউক্স। এরপর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও তার নেতৃত্বেই চলবে।
জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানান, ইনজুরির ইতিহাসের কারণে মোলিনিউক্স সব ম্যাচ খেলবেন না, তবু তাকেই অধিনায়ক হিসেবে সঠিক পছন্দ মনে করছেন তারা।
ফ্লেগলার বলেন, 'সাম্প্রতিক মৌসুমগুলোতে ইনজুরির চ্যালেঞ্জ থাকায় আমরা সোফির কাজের চাপ নিয়ন্ত্রণে রাখব এবং বড় টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজকে অগ্রাধিকার দেব।'
এদিকে, কঠিন বিগ ব্যাশ মৌসুমের পর ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি দলে জায়গা পাননি লেগস্পিনার আলানা কিং। তাসমানিয়া ও হোবার্ট হারিকেন্সের অলরাউন্ডার নিকোলা কেরি সাদা বলের দুই স্কোয়াডে ফিরেছেন এবং দুর্দান্ত ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি পারফরম্যান্সের পর ২০২২ সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পথে রয়েছেন।
অভিজ্ঞ পেসার মেগান শাটকে ৫০ ওভারের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সম্ভবত তিনি তার শেষ ওয়ানডে খেলে ফেলেছেন। টেস্ট দল থেকেও বাদ পড়েছেন শাট। তার জায়গায় ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট দলে ডাকা হয়েছে।
হ্যামিল্টন ও আলানা কিংকে গভর্নর-জেনারেলের একাদশে রাখা হয়েছে, যারা ১৩ ফেব্রুয়ারি সিডনিতে সিরিজ শুরুর আগে ভারতের বিপক্ষে একটি ওয়ার্ম-আপ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজ শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:
ডার্সি ব্রাউন, নিকোলা কেরি, অ্যাশলি গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, ফিবি লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রাথ, সোফি মোলিনিউক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
ডার্সি ব্রাউন, নিকোলা কেরি, অ্যাশলি গার্ডনার, কিম গার্থ, অ্যালিসা হিলি (অধিনায়ক), আলানা কিং, ফিবি লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রাথ, সোফি মোলিনিউক্স, বেথ মুনি, এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
ডার্সি ব্রাউন, অ্যাশলি গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, অ্যালিসা হিলি (অধিনায়ক), আলানা কিং, ফিবি লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রাথ, সোফি মোলিনিউক্স, বেথ মুনি, এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম
গভর্নর-জেনারেলের একাদশ:
ক্লোই এইন্সওয়ার্থ, নিকোল ফালটাম, টেস ফ্লিন্টফ, কিম গার্থ, সিয়ানা জিঞ্জার, লুসি হ্যামিল্টন, আলানা কিং, চার্লি নট (অধিনায়ক), আনিকা লিরয়েড, হেইলি সিলভার-হোমস, র্যাচেল ট্রেনাম্যান, জর্জিয়া ভল, কর্পোরাল ফ্রান্সেস হুইটেকার (অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স)।
এমআই/এসএন