টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে

১২ হাজার মাইল খাল খনন ও বছরে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা তারেক রহমানের

দেশে ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে ১২ হাজার মাইল খাল খননের কথা ভাবছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ভূমি অবক্ষয় রোধে প্রতি বছর ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনাও আছে তার। ঢাকার দূষিত বাতাস কমাতে রাজধানীতে ৫০টি নতুন সবুজ এলাকা গড়ে তুলতে চান তিনি।

এছাড়া তিনি বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে চান। প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি কলেজগুলো নতুনভাবে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে তার। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ কমাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নিতে চান তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে নিজের এসব পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি যদি আমার পরিকল্পনার অন্তত ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের জনগণ আমাকে সমর্থন করবে।’

টাইম ম্যাগাজিন তারেক রহমানকে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ‘ক্লিয়ার ফ্রন্ট রানার’ বা এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মাস আগে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারেক রহমান ‘স্পষ্টভাবে এগিয়ে’ আছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের শেষ দিকের জনমত জরিপগুলোতে দেখা যায়, তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় ৭০ শতাংশ সমর্থন পাচ্ছে। আর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী প্রধান ইসলামপন্থি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থন প্রায় ১৯ শতাংশ।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর গত কয়েক সপ্তাহ তারেক রহমানের জন্য ছিল বেশ ঘটনাবহুল; বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মী সারারাত অপেক্ষা করেছিলেন।

দেশে ফেরার পর এটাই তার প্রথম সাক্ষাৎকার। গত বুধবার (২৮ জানুয়ারি) এটি প্রকাশ করা হয়। সাক্ষাতকারে নিজের দেশে ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলা, শেখ হাসিনার শাসনামল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ নানা বিষয়ে কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান দেশে ফেরার পাঁচ দিনের মাথায় তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। মায়ের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মায়ের মৃত্যুতে আমার হৃদয়টা ভীষণ ভারি হয়ে আছে।’ তিনি বলেন, ‘কিন্তু তার কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি, তা হলো, আপনার ওপর যদি কোনো দায়িত্ব এসে পড়ে, তাহলে সেটা আপনাকে পালন করতেই হবে।’

টাইম লিখেছে, বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে দুটি পরিবারের আধিপত্য। এর মধ্যে তারেক রহমানকে জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে ধরা হয়। আরেকটি পরিবারের নেতৃত্বে আছেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।

তবে মা-বাবার পরিচয়ে আজকের অবস্থানে এসেছেন বলে মনে করেন না তারেক রহমান। তিনি বলেন, ‘আমার মা-বাবার বদৌলতে নয়, বিএনপির সমর্থকদের জন্যই আমি বর্তমান অবস্থানে এসেছি।’ তার বিশ্বাস, দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় তিনিই সঠিক ব্যক্তি।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা: চরমোনাই পীর Jan 29, 2026
img
নীরবতা ভাঙার সাহসী সিনেমা ‘হোক কলরব’ Jan 29, 2026
img

নির্দেশনা জারি ইসির

সরকারি কর্মকর্তারা গণভোটে 'হ্যাঁ'/'না'- এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না Jan 29, 2026
img
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি Jan 29, 2026
img
তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনগুলো ছিল সর্বজনগ্রাহ্য: আলী রীয়াজ Jan 29, 2026
img
পুরুষের থেকে স্ত্রীর গলার জোর বেশি হওয়া উচিত: রানী মুখার্জী Jan 29, 2026
img
না খেলেই পালিয়ে গেলেন শামীম ওসমান : মান্নান Jan 29, 2026
img
সাইবার মামলায় ববি’র নারী কর্মকর্তা কারাগারে Jan 29, 2026
img
তিন মন্ত্রণালয় ছেড়ে না যাওয়ার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির Jan 29, 2026
img

নাহিদ ইসলাম

একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে Jan 29, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে মন খারাপ গায়িকা রূপরেখার Jan 29, 2026
img
নৌ-পুলিশের অভিযানে সাতদিনে ৩ কোটি ২২ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ১৭৫ Jan 29, 2026
img
দেশের সব ধর্ম-বর্ণের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে : সালাহউদ্দিন Jan 29, 2026
img
পর্দায় আসছে মানালি ও সব্যসাচীর নতুন জুটি! Jan 29, 2026
img
মানুষকে ধমক দিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করবেন না : সারজিস Jan 29, 2026
img
ঠিকাদারি বিলের ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেয়র-প্রকৌশলী-সচিবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Jan 29, 2026
img
সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি Jan 29, 2026
img
ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর Jan 29, 2026
img
ছোটবেলা থেকেই বাসন মাজতে ভালোবাসি, ওটা করেই আমি সবচেয়ে শান্তি পাই!: মিমি চক্রবর্তী Jan 29, 2026
img
আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার খবর উড়িয়ে দিলো পাকিস্তান Jan 29, 2026