দশকের পর দশক ধরে দর্শকের হৃদয় জেতা অভিনেত্রী রানী মুখার্জী সম্প্রতি সামাজিক ও নারী সচেতনতামূলক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘মর্দানি ৩’-এর প্রচারের সময় তিনি লিঙ্গবৈষম্য এবং পরিবারের ভেতরের আচরণ নিয়ে খোলাখুলি কথা বলেছেন।
রানী মুখার্জী বলেন, “পরিবারে যদি কোনও পুরুষ স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, সেটাই ছেলেমেয়েরা শিখে নেয়। বাড়িতে স্ত্রীর সঙ্গে যে আচরণ করা হয়, তার প্রভাব পড়ে ভবিষ্যতের সমাজে। ছেলে যদি মায়ের সঙ্গে বাবার এমন আচরণ দেখে, তা হলে সে মনে করবে, প্রতিটি মেয়ের সঙ্গেও এমন ব্যবহার করা যেতে পারে। তাই বাড়িতেই শিক্ষা শুরু হয়।”
অভিনেত্রী আরও বলেন, “একজন পুরুষের কখনওই তাঁর স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয়। বরং একজন নারীরই উচিত কণ্ঠ ছাড়া। সম্মান শুরু হয় নিজের ঘর থেকেই। ছেলে যদি মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়, সমাজেও নারীর মর্যাদা বুঝতে শিখবে।”
রানী মুখার্জী শৈশবের একটি ঘটনার কথাও তুলে ধরেছেন, যেখানে তিনি একটি ছেলে ছেলেকে চড় মেরেছিলেন, বাকিরা বন্ধুর মতো ছিলেন। এই স্মৃতি তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন যে, ব্যক্তিগত অভিজ্ঞতাও শিক্ষা দেয়, কিন্তু মূল শিক্ষা আসে পরিবারের প্রতিদিনের আচরণের মধ্য দিয়ে।
এই সময় তিনি ‘মর্দানি ৩’-এর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। ছবি মুক্তির দিন নির্ধারিত, ৩০ জানুয়ারি। রানির বক্তব্য সামাজিক সচেতনতা এবং পরিবারের ভেতরের আচরণের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।
পিআর/টিকে