ভাঙা গাল, চোখে মুখে স্পষ্ট বলিরেখা, অনেকটাই কমে যাওয়া ওজন আর মাথাভরা কাঁচাপাকা চুল এই চেহারায় জন আব্রাহামকে দেখে প্রথমে চিনতেই পারেননি অনেক অনুরাগী। একসময়ের সুঠাম শরীরের ‘জিসম’ কিংবা ‘ধুম’-এর নায়ককে এমন রূপে দেখে বিস্ময় আর উদ্বেগ, দুটোই ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। দীর্ঘদিন ধরে যে অভিনেতাকে পর্দায় শক্তপোক্ত ও তারুণ্যদীপ্ত রূপেই দেখে অভ্যস্ত দর্শক, তাঁর এই বদলে যাওয়া চেহারা স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে।
সম্প্রতি জনের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কালো টি-শার্ট আর প্যান্টে অনাড়ম্বর সাজ, কিন্তু চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। অনেকেই মন্তব্য করেছেন, এমন চেহারা দেখে তাঁরা উদ্বিগ্ন। কেউ সরাসরি জানতে চেয়েছেন, শরীর কি ভালো নেই অভিনেতার। আবার কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ছবিগুলি আদৌ বাস্তব না কি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
তবে অনুরাগীদের একাংশ বিষয়টিকে দেখছেন বাস্তবতার চোখে। তাঁদের মতে, চুয়ান্ন বছর বয়সে চেহারায় পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। বরং অকারণে নেতিবাচক মন্তব্য না করার আবেদন জানিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, জন দীর্ঘদিন ধরেই কেবল নিরামিষ খাবার খান। অনেকের ধারণা, এই খাদ্যাভ্যাসের কারণেই ওজন কমেছে এবং চেহারায় এসেছে এই পরিবর্তন।
অভিনেতাকে ঘনিষ্ঠভাবে চেনা মহলের দাবি, জনের মধ্যে কোনও কৃত্রিমতা নেই। বয়সের ছাপ পড়লেও কাজের ক্ষেত্রে তিনি এখনও সমানভাবে সক্রিয় এবং ক্যামেরার সামনে দাঁড়াতে কখনও পিছপা হন না। ফলে দর্শকদের একাংশের মনে নতুন করে প্রশ্ন জেগেছে তবে কি কোনও নতুন চরিত্রের জন্যই নিজেকে এমন ভাবে তৈরি করছেন তিনি। সেই উত্তর মিলবে সময়ের সঙ্গে, আর ততদিন পর্যন্ত বদলে যাওয়া জন আব্রাহামকে নিয়েই চলবে আলোচনা।
পিআর/টিকে