দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উৎকর্ষকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হলো ‘গ্যালাক্সি বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ বিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দি বাংলাদেশ মনিটর’ দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে দেশের সেরা ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট এবং রেস্তোরাঁসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আতিথেয়তা ও পর্যটন শিল্পে নতুন মানদণ্ড স্থাপনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পর্যটন খাতের টেকসই উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে এই পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিচারক প্যানেলের মূল্যায়ন এবং জনসাধারণের অনলাইন ভোটের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
এবারের আয়োজনে প্রধান স্পন্সর হিসেবে ছিল গ্যালাক্সি গ্রুপ এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। অনুষ্ঠানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘গ্যালাক্সি বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’ - বেস্ট ট্রাভেল এজেন্সি হজ ও ওমরাহ ক্ষেত্রে অ্যাওয়ার্ড পায় সিলেটের লতিফ ট্রাভেলস।
উল্লেখ্য, বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে এভিয়েশন খাতের জন্য ‘এয়ারলাইন অফ দ্য ইয়ার’ প্রদান করে আসলেও গত বছর থেকে পর্যটন ও আতিথেয়তা খাতের জন্য এই স্বতন্ত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করেছে।
টিকে/