শুধু নিজ এলাকার নয়, বগুড়াবাসীকে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে: তারেক রহমান

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি নিজের জন্য এবং বগুড়ার অন্যান্য আসনগুলোর প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট চাইলেন।

তারেক রহমান বলেন, ‘আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেবার নাই। এই মুহূর্তে আপনাদের(বগুড়াবাসী) কাছে শুধু আমার চাইবার আছে। ঘরের মানুষ এই যে, আমি এত রাত্রে যে মিটিং করছি, এই যে রাজনীতি করছি, এ যে কাজ করছি… আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। উনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি।’

তিনি বলেন, ‘ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন,আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি।’

তারেক রহমান বলেন, ‘আপনাদেরই আরেক সন্তান সবসময় বলতেন… তার নাম হচ্ছে শহীদ রহমান। উনি বলতেন, দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই উনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি…  সবসময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে, করব কাজ,গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দোয়া চাইতে এসেছি, দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম ,প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার, প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন সেই দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দোয়া আপনারা করবেন।’

‘বগুড়াকে বিতর্কিত করা যাবে না’

তারেক রহমান বলেন, ‘আল্লাহ চাইলে সরকার গঠন করলে, শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না। বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে… পারবেন… ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আর চাকরি-বাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যেগুলা আছে ইনশাল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোন বিতর্কিত অবস্থান ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে আমরা বগুড়া না বলে পাচ্ছি না… আমরা কি চাই এরকম বলুক মানুষ।’

তিনি বলেন, ‘আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না । সেইজন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবেন।’

‘নিজের ঘরে আসায় শুকরিয়া

তারেক রহমান বলেন, ‘কেমন আছেন আপনারা সবাই? আমি প্রথমেই আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। কারণ, আজকে প্রায় ১৯ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই, নিজের ভূমিতে ফিরে আসার। প্রিয় বগুড়াবাসী নিজের ঘরে এসে কি বলব? আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি, নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি। আমি সেজন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে উঠতে পারছি না। ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই। আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার?’

২০০১-২০০৫ সালে বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা ১০০%  সাকসেসফুল হইনি কিন্তু কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কানুন ও রীতিনীতির মধ্য থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি…এই বনানী মাটিডালি রাস্তায় বলুন, এই যে চওড়া রাস্তা বলুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘এই বগুড়ার কাজগুলো করার জন্য বগুড়া আমার কাছে একটি মডেল জেলার মত ছিলো। কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের ৬৩টি জেলাকে কিভাবে কোনদিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই ৬৩টি জেলা আছে বগুড়া মডেলের মতো সাজাব।’

তারেক বলেন, ‘এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে । আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য ১২  তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জেলা সভাপতি রেজাউল করীম বাদশার সভাপতিত্বে এই নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য একেএম মাহবুবুর রহমান, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর  পাভেল, ভিপি সাইফুল ইসলাম, জেলার নেতারা বক্তব্য রাখেন।

শুক্রবার বিকালে তারেক রহমান সড়কপথে রংপুরে পীরগঞ্জ যাবেন ২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। সেখান থেকে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লেসোথোর রাজার কাছে বাংলাদেশি দূ‌তের পরিচয়পত্র পেশ Jan 30, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা Jan 30, 2026
img
ডিএসইর বাজার মূলধন বেড়েছে আরও ৪৩১৭ কোটি টাকা Jan 30, 2026
img
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ Jan 30, 2026
img
রাজেশ খান্নার জন্য কী কী সহ্য করতে হয়েছিল ডিম্পলকে? Jan 30, 2026
img
ভালুকায় বিএনপি প্রার্থীসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা Jan 30, 2026
img
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস Jan 30, 2026
img
শুধু নিজ এলাকার নয়, বগুড়াবাসীকে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে: তারেক রহমান Jan 30, 2026
img
চট্টগ্রামে বিশেষ অভিযানে সন্ত্রাসী মির্জা গ্রেপ্তার Jan 30, 2026
img
৩১ বছর পর আবার অঞ্জনের সঙ্গে প্রত্যাবর্তন রূপার! Jan 30, 2026
img
ক্ষমতা নয়, দায়িত্ব চাই: ডা. ফজলুল হক Jan 30, 2026
img

আচরণবিধি লঙ্ঘন

নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ Jan 30, 2026
img
শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার Jan 30, 2026
img
৩০ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Jan 30, 2026
img
হঠাৎ বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান ওএসডি Jan 30, 2026
img
বছরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ডলার Jan 30, 2026
img
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ Jan 30, 2026
img
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে-এমন দাবি ভিত্তিহীন: সরকার Jan 30, 2026
img
সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি: সাঈদ আল নোমান Jan 30, 2026
img
কুমিল্লায় ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা Jan 30, 2026