বলিউডের দীর্ঘদিনের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ ফিরছে তৃতীয় অংশ নিয়ে। তবে শুটিং শুরু হতে না হতেই জল্পনা শুরু হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে দেখা যাবে রণবীর সিংকে। কিন্তু ‘ধুরন্ধর’ মুক্তির পর জানা যায়, রণবীরই এই ছবিতে নেই। তার পর থেকেই জনমনে প্রশ্ন, তাহলে ‘ডন ৩’-তে কাকে দেখা যাবে?
সংবাদমাধ্যমে ফারহান আখতার জানিয়েছেন, এখনও তিনি ঠিক করে উঠতে পারেননি, ‘ডন ৩’-এর চরিত্রে কে থাকবেন। কাস্টিং তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে ছবির কাজ স্থগিত রাখা হয়েছে। ফারহান মনে করছেন, খুব নিশ্চিত হওয়ার পরই তিনি কাউকে এই ছবিতে নিতে চান।
এই অবস্থায় পরিচালক অন্য একটি প্রকল্পে মন দিয়েছেন। এটি হলো ‘জি লে জ়রা’। ছবির ঘোষণা কয়েক বছর আগেই দিয়েছেন ফারহান। এতে অভিনয় করবেন প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভট্ট। চিত্রনাট্য দীর্ঘদিনে তৈরি হলেও তিন অভিনেত্রীর সময় মিলানোর কারণে শুটিং শুরু হয়নি। সব ঠিক থাকলে চলতি বছরই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফারহানের মতে, ‘জি লে জ়রা’ তাঁর কাছে সবসময়ই বিশেষ একটি প্রজেক্ট। ‘ডন ৩’-এর কাজ স্থগিত থাকায় এই সময়ে এই ছবির কাজ শুরু করা সঠিক সময়। এভাবে ফারহান নিজেকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন।
অতএব, জনমনে চলা ‘শাহরুখ ফেরত আসছেন কি?’-র প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও পাওয়া যায়নি। তবে স্পষ্ট, শুটিং শুরু হতে গিয়ে এই মুহূর্তে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হবে ফারহানের স্থিরতা ও কাস্টিংয়ের ভিত্তিতে।
পিআর/এসএন