ইনস্টাগ্রাম থেকে হঠাৎ উধাও কোহলি!

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রভাব থাকা এই ক্রিকেটারের অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তার ব্র্যান্ড ভ্যালু, ডিজিটাল আয় এবং চলমান স্পনসরশিপ চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

২৭ কোটির বেশি ফলোয়ার থাকা বিরাট কোহলি ইনস্টাগ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। সাম্প্রতিক র‍্যাংকিং অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রভাবশালী ইনস্টাগ্রাম তারকা হিসেবে জায়গা করে নেন।

এনগেজমেন্টের দিক থেকে তিনি লিওনেল মেসিকেও ছাড়িয়ে যান, তার ওপরে অবস্থান করছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

তার ফলোয়ার সংখ্যা ২৭ কোটি ৪০ লাখের বেশি, যা তাকে ইনস্টাগ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন করে তুলেছে।

বিরাট কোহলির জন্য ইনস্টাগ্রাম শুধু ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বড় ডিজিটাল ব্যবসায়িক প্ল্যাটফর্ম। বিভিন্ন ব্র্যান্ডের স্পনসরড পোস্ট, বিজ্ঞাপন ও প্রোমোশন থেকে তিনি বিপুল অঙ্কের অর্থ আয় করেন।



একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি স্পনসরড ইনস্টাগ্রাম পোস্টের জন্য কোহলি প্রায় ১২ থেকে ১৪ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ইনস্টাগ্রাম সেলিব্রিটিতে পরিণত করেছে।

প্রযুক্তিগত দিক থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে, স্বেচ্ছায় ডিঅ্যাকটিভেশন, ইনস্টাগ্রামের নীতিমালা লঙ্ঘনের কারণে সাময়িক বা স্থায়ী সাসপেনশন, হ্যাকিংয়ের চেষ্টা, সিস্টেমজনিত ত্রুটি।

তবে কোহলি বা তার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় প্রকৃত কারণ জানা যায়নি।

অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ থাকলে নতুন করে স্পনসরড কনটেন্ট থেকে আয় বন্ধ থাকে এবং চলমান ব্র্যান্ড ক্যাম্পেইনগুলো বাধাগ্রস্ত হতে পারে। যদিও কোহলির আয় শুধু সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল নয়, তবু ইনস্টাগ্রাম তার বৈশ্বিক ব্র্যান্ড ইমেজ এবং ডিজিটাল রেভিনিউয়ের একটি বড় উৎস।

যদি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ থাকে, তাহলে পূর্বের আয় অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং পুনরায় লগইন করলে তা পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে গেলে কনটেন্ট, ফলোয়ার ও সংশ্লিষ্ট ডিজিটাল আয়ের সবকিছু হারানোর ঝুঁকি তৈরি হবে।

রহস্য আরো ঘনীভূত হয়েছে বিরাট কোহলির ভাই বিকাশ কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অপ্রাপ্য হয়ে যাওয়ায়।

এতে অনেকেই ধারণা করছেন, বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি প্রযুক্তিগত বা নীতিমালাজনিত কোনো বড় সমস্যার অংশ, তা নিয়ে জল্পনা-কল্পনা আরো বেড়েছে।

এদিকে ভক্তরা আনুশকা শর্মার ইনস্টাগ্রাম পেজসহ বিভিন্ন মাধ্যমে সূত্র খুঁজছেন এবং অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন, যাতে এই রহস্যের অবসান হয়।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বিএনপির নারী কর্মীরা : রিজভী Jan 30, 2026
img
‘DEAL’ প্রসঙ্গে সাদিক কায়েমের বক্তব্যের কড়া সমালোচনা হামিমের Jan 30, 2026
img
বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে সচেতন হতে হবে: উপদেষ্টা রিজওয়ানা Jan 30, 2026
img
আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক: জুবাইদা রহমান Jan 30, 2026
img
৫ পুরস্কার পেল ‘প্রিয়তমা’, বাদ পড়লেন শাকিব খান Jan 30, 2026
img
তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 30, 2026
img
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ‘বম্ব সাইক্লোন’ Jan 30, 2026
img
৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন টেকনাফের অপহৃত ৬ কৃষক Jan 30, 2026
img
সাফল্যের মাঝেও কেন থামলেন অরিজিৎও জাকির খান Jan 30, 2026
img
বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির Jan 30, 2026
img
রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা Jan 30, 2026
img
নির্বাচিত হলে সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ডের কথা সংসদে তোলার প্রতিশ্রুতি দুলুর Jan 30, 2026
img
নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস Jan 30, 2026
img
শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় পুরস্কার পেলেন প্রিন্স মাহমুদ Jan 30, 2026
img
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার Jan 30, 2026
img
ট্রাম্পের স্ত্রীর আমন্ত্রনে যুক্তরাষ্ট্রে এ আর রহমান Jan 30, 2026
img
তেল-গ্যাস খাতে শ্রমিকদের মুনাফার অংশ বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান Jan 30, 2026
img
গোপালগঞ্জে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন Jan 30, 2026
img
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Jan 30, 2026
img
নির্বাচনী ছুটিতে ঘুরতে যাওয়ার বিধি-নিষেধ কী? Jan 30, 2026