হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ কিয়েভ ও মস্কো। তবু থেমে নেই পারস্পরিক হামলা। এতে তুলনামূলক বেশি ক্ষতির মুখে ভলোদিমির জেলেনস্কির বাহিনী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা বেশ এগিয়েছে। এমন পরিস্থিতিতে সুখবর জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন।
এএফপির খবরে বলা হয়, হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প ওই তথ্য জানান। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন এ সময়ে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়। তীব্র শীতের কারণে আমি এ অনুরোধ করেছি। ব্যক্তিগত এ অনুরোধে রুশ হামলা বন্ধে পুতিন রাজি হয়েছেন।
ইউক্রেনের লাখ লাখ মানুষ যখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় কাটাচ্ছেন। এরই মধ্যে নতুন হামলায় পরিস্থিতির আরও বিপর্যয় ঘটে।
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার সাম্প্রতিক হামলার কারণে বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতে যুদ্ধবিধ্বস্ত দেশটি যখন নতুন করে মানবিক সংকটের মুখে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, হামলা বন্ধের বিষয়টি নিশ্চিত করতে তিনি ওয়াশিংটনের ওপর আস্থা রাখছেন।
এমআই/এসএন