ভারতীয় রাজস্ব পরিষদের কাস্টম অফিসার সমীর ওয়াংখেড়ে সম্প্রতি শাহরুখ খানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন। তার অভিযোগ, শাহরুখপুত্র আরিয়ানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। সমীর শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন।
কিন্তু দিল্লি হাইকোর্ট তার আবেদন খারিজ করেছে।
বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ জানিয়েছে, এই মামলাটি শুনানির জন্য হাইকোর্ট উপযুক্ত নয়।
সমীরের দাবি, সিরিজে একজন সরকারি কর্মকর্তা চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে এবং চরিত্রটির মুখ ও কাজের ধরন তার সঙ্গে মিল রয়েছে। চরিত্রটির মুখে বারবার শোনা যায় ‘সত্যমেব জয়তে’, যা সমীর বাস্তবে বলেন।
‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ।
এতে ববি দেওল, মনোজ পাহওয়া, রজত বেদী, রাঘব জুয়াল ও গৌতমী কাপুরসহ একঝাঁক তারকা রয়েছেন।
দিল্লি হাইকোর্ট সরাসরি মামলাটি খারিজ করেছে। এবার দেখার সমীর কী পদক্ষেপ নেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এমআই/এসএন