বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ অর্জন করলেন দেশের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান—জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র ‘ইশ্বর’ গানটির সুরারোপের জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার বিভাগে এই পুরস্কারে ভূষিত হন।
প্রিন্স মাহমুদের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল সংযোজন হয়ে রইল এই স্বীকৃতি। নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের ব্যান্ড ও আধুনিক গানে অনন্য অবস্থান গড়ে তোলা এই সুরকার দীর্ঘদিন ধরেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সৃষ্ট গানগুলো বহু শিল্পীর কণ্ঠে যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি দেশের সংগীতধারাতেও রেখেছে গুরুত্বপূর্ণ ছাপ।
‘ইশ্বর’ গানটি মুক্তির পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমা প্রিয়তমার আবেগঘন গল্প ও পর্দার সঙ্গে মিল রেখে নির্মিত এই গানটি দর্শক-শ্রোতার মনে বিশেষ প্রভাব ফেলে। গানটির সুর, কথা ও আবহ—সব মিলিয়ে এটি চলচ্চিত্রটির জনপ্রিয়তার অন্যতম চালিকা শক্তি হয়ে ওঠে।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার নাম ঘোষণার পর সংগীতাঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার নেমেছে। অনেকেই মনে করছেন, সংগীতে তার দীর্ঘদিনের অবদান ও ধারাবাহিক সাফল্যেরই স্বীকৃতি এই রাষ্ট্রীয় সম্মান।
দেশের সংগীতে সৃজনশীলতা, নতুন ধারা ও ব্যতিক্রমী সুরের মিশেল ঘটানোর অঙ্গীকার নিয়ে বহু বছর ধরে কাজ করে আসছেন প্রিন্স মাহমুদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার সংগীতজীবনকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই আশা করছে সংগীতপ্রেমীরা।
পুরস্কার আর্জনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রিন্স মাহমুদ জানান, ‘অনেক আগে পাওয়ার কথা ছিল। কষ্ট সিনেমায় মা গানের জন্য শ্রেষ্ট সুরকার হিসেবে পুরস্কার পাওয়ার আশা ছিল। কিন্তু পায়নি। এরপরেও চারবার নমিনেশন পেলেও পুরস্কার পাওয়া হয়নি। দীর্ঘ দুই যুগ পর পুরস্কার পেলাম, ভালো লাগছে।’
টিজে/এসএন