দীর্ঘ এক যুগ পর আবারও একসঙ্গে আমির খান ও রাজকুমার হিরানি। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ও ২০১৪ সালে ‘পিকে’ ছবির পর এবার হ্যাটট্রিক করতে চলেছে এই অভিনেতা-পরিচালক জুটি। চলতি মাসেই দৃশ্যধারণ শুরুর কথা ছিল বিখ্যাত ব্যক্তিত্ব দাদাসাহেব ফালকে-এর বায়োপিকের। সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান।
আমির খান জানান, ভারতীয় সিনেমার জনক ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে এমন একটা চরিত্র যাকে পুরোপুরি জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিপ্ট নিয়ে প্রায় ৪ বছর কাজ চলেছে, এখনো চলছে সংস্করণ। যুক্ত আছেন পরিচালক অভিজাত জোশী, হিন্দুকুশ ভরদ্বাজ, এবং আবিষ্কর ভরদ্বাজও। আবেগ ধরে রেখে দর্শকের মাঝে অক্ষুণ্ণ ইতিহাস তুলে ধরতে চান নির্মাতা। সেই সাথে জানাতে চান ভারতীয় সিনেমায় পরিচালক ও প্রযোজক দাদাসাহেব ফালকে’র কৃতিত্ব।
মূলত, সত্যতার উপরে বিশেষ নজর দেয়া হয়েছে চিত্রনাট্যে। পর্দায় তৎকালীন সময় তুলে ধরতে এবং গল্পটি বিশ্বাসযোগ্য করতে ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভিজ্যুয়াল উপকরণ তৈরি করেছে লস অ্যাঞ্জেলেসের এফএক্স স্টুডিওস। একজন ব্যক্তিত্ব কতখানি মাহাত্ব বয়ে বেড়ালে ভারতীয় সিনেমার জাতীয় পুরষ্কারের সর্বোচ্চ খেতাব তার নামানুসারে রাখা যেতে পারে সেই বিষয়টিই জানাতে চান সংশ্লিষ্ট দল।
সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই শুরু হবে দৃশ্যধারণ। আশা করা যাচ্ছে, এর আগেই সিনেমাটির প্রি-প্রোডাকশনের সার্বিক কাজ শেষ হবে।
আরআই/টিকে