দেশের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই ইশতেহার বাস্তবসম্মত এবং দেশের জন্য যেসব বিষয় বাস্তবায়ন সম্ভব সেসব বিষয়েই প্রতিশ্রুতি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার সময় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিকের দাবি কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিতামূলক, মানবিক ও উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার।
আধুনিক রাষ্ট্র গড়তে এনসিপি ইশতেহার ঘোষণা করেছে উল্লেখ করে আদিফ মাহমুদ বলেন, আমরা বাস্তবসম্মত এবং যতটুকো বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ততটুকোই দেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই। জুলাই অভ্যুত্থানের পর আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। তাদের সাথে কথা বলেছি। সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এই ইশতেহার প্রস্তুত করেছি।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ৩৬ দফার সমন্বয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইশতেহারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা, অর্থনৈতিক মুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণসহ জাতীয় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
কেএন/টিকে