২০২১ সালে মুক্তি পায় সাইনা নেহওয়ালের জীবনীচিত্র। মুখ্য চরিত্রে অভিনয় করেন পরিণীতি চোপড়া। প্রথম থেকেই কোনও না কোনও বিতর্কে জড়ায় এই ছবি। মুক্তির পরে সে বছরের অন্যতম ব্যর্থ ছবির তালিকায় নাম লেখায় এই ছবি। ৩০ কোটি বাজেটের ছবি বক্সঅফিসে ১ কোটি আয় করে মোটে। এ বার সাইনাকে নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিলেন পরিণীতি। পাল্টা মুখ খুললেন সাইনাও।
পরিণীতির এ হেন কাণ্ড নাকি চোখেই পড়েনি সাইনার। তিনি জানান, নিজের ব্যক্তিগত জীবন, টুর্নামেন্ট এ সব নিয়েই ব্যস্ত থাকেন তিনি। বাকি জিনিসে এত নজর দিতে পারেন না। একটি পডকাস্টে এসে সাইনা বলেন, ‘‘পরিণীতির সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি কখনও। একেবারে পেশাদারের মতোই দেখা হয়েছে বেশ কয়েকবার। আমি আমার জীবনে কী কী কাজ করেছি, এতগুলো বছর ধরে আমার জীবনটা কেমন কেটেছে, সে সব নিয়েই কথা হয়েছে। বন্ধুত্ব করার দিকে গুরুত্ব দিইনি। আমাদের সে ভাবে বন্ধুত্ব হয়নি।’’ সঙ্গে এ-ও স্পষ্ট করে দেন, পরিণীতির সঙ্গে এতটাও সময় কাটাননি তিনি, যে তাঁকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ায় তেমন কোনও প্রভাব পড়বে সাইনার জীবনে।
এবি/টিকে