টালিউডে গত কয়েক দিন ধরে চলা জল্পনার মাঝেই এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। বুধবার স্ক্রিনিং কমিটির বৈঠক ঘিরে যে ভুল বোঝাবুঝির অভিযোগ উঠেছিল, শুক্রবারের এই সাক্ষাৎ কি তারই অবসান ঘটাল, না কি নিছকই সৌজন্য সাক্ষাৎ তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
অভিযোগ উঠেছিল, বুধবার তারকাখচিত স্ক্রিনিং কমিটির বৈঠকে দেব নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, স্বরূপ বিশ্বাস-সহ কমিটির একাধিক সদস্যকে অপমান করেছেন। সেই অভিযোগ ছড়িয়ে পড়ার পর শুক্রবার দেব নিজেই সমাজমাধ্যমে প্রসেনজিতের সঙ্গে তোলা একটি ছবি ভাগ করেন। ছবির ক্যাপশনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি লেখেন, ‘এমনি’। যেন বোঝাতে চাওয়া হয়, বৈঠকে কোনও ভুল বোঝাবুঝিই হয়নি।
ছবিতে শুধু প্রসেনজিৎ ও দেব নন, হাসিমুখে দেখা গিয়েছে প্রসেনজিতের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কেও। কিছুক্ষণ পর একই ছবি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নেন প্রসেনজিৎ। তবে তাঁর লেখায় ছিল ভিন্ন সুর। দেবকে সম্বোধন করে তিনি লেখেন, তুই এলি, কথা বললি, ভাল লাগল। নিজের খারাপ লাগাগুলো সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই বড়দের কাজ। ভাল থাক।
এই বার্তাই নতুন করে প্রশ্ন তুলেছে বুধবার কি সত্যিই দেবের কথায় আহত বা অপমানিত হয়েছিলেন প্রসেনজিৎ?
বুধবারের বৈঠকের সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের পক্ষে কাচের ঘরের ভেতরে কী ঘটেছিল, তা বোঝা সম্ভব হয়নি। বৈঠকের মাঝেই দেব ও ঋতুপর্ণা সেনগুপ্ত বেরিয়ে যান। দেব জানান, তিনি অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। ঋতুপর্ণা কোনও মন্তব্য না করেই বেরিয়ে যান, তাঁর চোখেমুখে অসন্তোষের ছাপ ছিল স্পষ্ট।
পরের দিন বৈঠকের অন্দরের খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দেব নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি, স্বরূপ বিশ্বাস এবং অভিনেতা-প্রযোজক জিৎ-সহ একাধিক সদস্যকে কটাক্ষ করেন। এমনকি স্ক্রিনিং কমিটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন বলে দাবি করা হয়। দেবের এই বক্তব্যে কমিটির সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় বলেও শোনা যায়।
এই ঘটনার প্রেক্ষিতে দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। সমাজমাধ্যমে সরাসরি এসে বক্তব্য রাখার সম্ভাবনার কথাও শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি তা করেননি। বদলে শুক্রবার সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ করেন।
এ দিকে স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তাঁর বক্তব্য, কমিটির অন্দরের আলোচনা বাইরে আনা ঠিক নয়। অভিনেতা জিৎকে অপমানের অভিযোগ প্রসঙ্গে তাঁর দাদা গোপাল মদনানি বলেন, দেব এমন কোনও আচরণ করেননি যাতে জিৎ অপমানিত হন।
অন্য দিকে কমিটির সদস্য রানা সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি বৈঠকের ভেতরের কথা বাইরে এনেছেন, তিনি কমিটির ক্ষতি করেছেন। তাঁর মতে, মতবিরোধ হলে তা কমিটির মধ্যেই আলোচনার মাধ্যমে মেটানো উচিত।
সব মিলিয়ে শুক্রবার প্রকাশিত দুই তারকার ছবি আপাতত সমস্ত জল্পনায় জল ঢেলেছে। তবে এই সাক্ষাৎ আদৌ ভুল বোঝাবুঝির অবসান, না কি নিছকই সৌজন্য—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এমকে/টিকে