আজ বলিউডের প্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার জন্মদিন। ১৯৭৫ সালের ১৯ ডিসেম্বর হিমাচল প্রদেশের শিমলার কাছে জন্ম নেওয়া প্রীতি জিনতা কেবল অভিনয়েই নয়, বরং ক্রিকেট ও সমাজসেবার মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছেন। বলিউডের রোমান্টিক চলচ্চিত্রের আভিজাত্য এবং প্রাণবন্ত চরিত্রে অভিনয় করে তিন দশক ধরে তিনি দর্শকদের মন জয় করে চলেছেন।
প্রীতি জিনতার বড় পর্দার যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ চলচ্চিত্র দিয়ে। প্রথম ছবিতেই তিনি দর্শক ও সমালোচকদের মনে গভীর ছাপ ফেলেন। এরপর ‘দিল চাহতা হ্যায়’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘কোই মিল গায়া’, ‘বীর জারা’, ‘সালাম নমস্তে’সহ একাধিক সিনেমায় তাঁর অভিনয় দর্শকপ্রিয় হয়। প্রীতি জিনতার অভিনয় জীবনে ৩০টিরও বেশি সিনেমা রয়েছে, যেখানে তাঁর রোমান্স, কমেডি এবং পারিবারিক চরিত্রে অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
অভিনয়ের বাইরে প্রীতি জিনতা ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল পাঞ্জাব কিংসের অন্যতম মালিক। দল পরিচালনা, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ও প্রেরণা দলকে সমর্থন দিচ্ছে। বলিউডে অভিনয় ও ক্রিকেটের এই মিলনই প্রীতিকে ভক্তদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছে।
জীবন ও ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে প্রীতি জিনতা অনুপ্রেরণার প্রতীক। তিনি প্রমাণ করেছেন যে একজন নারী কেবল তার প্রতিভা নয়, নিজের সিদ্ধান্ত, সময়োপযোগী পদক্ষেপ এবং পেশাদারিত্বের মাধ্যমে সমাজে ও ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারেন। জন্মদিন উপলক্ষে ভক্ত, সহকর্মী ও ক্রিকেট তারকারা সামাজিক মাধ্যমে প্রীতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের শুভেচ্ছা ও ভালবাসা প্রীতির বহুমাত্রিক প্রতিভাকে আরও উজ্জ্বল করেছে।
এমআই/টিএ