অভিনন্দন নিশো ভাইয়া, প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার: মেহজাবীন চৌধুরী
মোজো ডেস্ক 12:48PM, Jan 31, 2026
সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৩’। দেশের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননার জন্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৩০ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করা হয়েছে।
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কৃত হয়েছেন খন্দকার সুমন।
অন্যদিকে, প্রথম চলচ্চিত্রেই দারুণ সাফল্য দেখিয়েছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। একইসঙ্গে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।
প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় শোবিজ অঙ্গনে নিশোকে ঘিরে চলছে প্রশংসার জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনন্দন জানিয়ে লেখেন, অভিনন্দন আফরান নিশো ভাইয়া। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এছাড়াও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সব বিজয়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহজাবীন।